রাজ্যজুড়ে ইন্সপেক্টর পদে ব্যাপক রদবদল ,পুলিশের ইন্সপেক্টর (Inspector) পদে ব্যাপক রদবদল। সোমবার একটি নির্দেশিকায় ১৭ জনের বদলির ঘোষণা করা হয়েছে। এরমধ্যে পশ্চিম মেদিনীপুরের পাঁচজন আছেন। এছাড়াও শিলিগুড়ি, ইসলামপুর, কৃষ্ণনগরেরও আধিকারিক রয়েছেন। মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি (IC) হয়ে আসছেন আতিবুর রহমান। তিনি ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার লালবাগের কোর্ট ইন্সপেক্টর। মেদিনীপুরের আইসি কোতোয়ালি পার্থসারথি পাল বদলি হয়ে যাচ্ছেন বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের ডিআইবিতে ইন্সপেক্টর পদে। আইসি দাঁতন দয়াময় মাজি বদলি হয়ে যাচ্ছেন মেদিনীপুর সদরের সিআই হয়ে। আইসি দাঁতন হয়ে আসছেন মেদিনীপুর সদরের সিআই দেবাশিস ঘোষ। খড়গপুর টাউন থানার আইসি (IC) বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় কোর্ট ইন্সপেক্টর হয়ে লালবাগ মুর্শিদাবাদ জেলায় যাচ্ছেন। আইসি খড়গপুর টাউন হচ্ছেন রাজীবকুমার পাল। তিনি ছিলেন ডিআইবি পশ্চিম মেদিনীপুর ইন্সপেক্টর পদে। ইসলামপুরের গোয়ালপোখরের সিআই সঞ্জয় দাস যাচ্ছেন ইসলামপুরের চোপড়া থানার আইসি হয়ে। চোপড়ার আইসি পদে যিনি আছেন সেই হেমন্ত শর্মা বাঁকুড়ার ডিইবি ইন্সপেক্টর অব পুলিশ পদে যাচ্ছেন।
শিলিগুড়ির ইন্সপেক্টর অব পুলিশ পদে যাচ্ছেন প্রশান্ত চামলিং। চাকুলিয়া থানার আইসি পদে ছিলেন তিনি। অন্যদিকে শিলিগুড়ির ইন্সপেক্টর অব পুলিশ পদে কর্মরত সন্দীপ চক্রবর্তী যাচ্ছেন ইসলামপুর থানায়। কৃষ্ণনগরের করিমপুরের সিআই মহম্মদ ওমর ফারুক গোয়ালপোখর থানায় যাচ্ছেন। মহম্মদ সিকন্দর আলম আসছেন করিমপুরে। তিনি এতদিন বাঁকুড়ায় ডিইবি ইন্সপেক্টর অব পুলিশ পদে ছিলেন।
আরও পড়ুন – সাপ্তাহিক কাজের হিসাব না পেয়ে রাজভবন চিঠি দিল উপাচার্যদের! পাল্টা প্রশ্ন শিক্ষামন্ত্রীর,
এ ছাড়া ইসলামপুরের গোয়ালপোখরের সিআই সঞ্জয় দাস যাচ্ছেন ইসলামপুরের চোপড়া থানার আইসি হয়ে। চোপড়ার আইসি পদে যিনি আছেন সেই হেমন্ত শর্মা বাঁকুড়ার ডিইবি ইন্সপেক্টর অব পুলিশ পদে যাচ্ছেন। ইসলামপুরের ডিআইবি ইন্সপেক্টর অব পুলিশ পিনাকি সরকার ইসলামপুরের চাকুলিয়ায় আইসি হয়ে যাচ্ছেন।
(সব খবর, ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )