আচমকা আবার শীত, দিনভর শীতের আমেজ থাকবে জেলায় জেলায়।
১৫ ডিগ্রির নিচে কলকাতার তাপমাত্রা। বাংলায় আবার শীত। দিন ও রাত দুটো তাপমাত্রাই স্বাভাবিকের থেকে কম। কলকাতায় সকাল-সন্ধ্যা শীতের আমেজ। দিনভর শীতের আমেজ থাকবে জেলায় জেলায়। পশ্চিমের জেলায় শীতের পরিমাণ কিছুটা বেশি। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। শীতের স্পেল আগামিকাল পর্যন্ত। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
দক্ষিণবঙ্গে আরও একবার শীতের স্পেল চলছে। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বাভাবিকের থেকে ১-৩ ডিগ্রি কম চলছে। আগামী দু’দিন এই পরিস্থিতি বজায় থাকবে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা ফের বাড়বে। মঙ্গল এবং বুধবারের মধ্যে তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি বা উপরে যেতে পারে। ৯ ফেব্রুয়ারি থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গে আগামী সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়। আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও দু’এক জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী কয়েক দিন।
বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারাচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপ থেকে ক্রমশ সাধারণ নিম্নচাপে পরিণত হবে আজ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজও বৃষ্টি ও তুষারপাত উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজ রাতে।
দক্ষিণ ভারতের সমুদ্র উপকূল আজ উত্তাল হবে নিম্নচাপের প্রভাবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ দক্ষিণ-পশ্চিম দিকে এগোচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপ থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে তামিলনাডু পন্ডিচেরিতে কাল এবং কেরল উপকূলে হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টি দু’এক পশলা হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের ওই এলাকার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন – নতুন বাড়ির সামনে জল জমে, মেয়রকে চিঠি সৌরভ গঙ্গোপাধ্যায়ের l
আজও জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ-সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা। নতুন করে পশ্চিমী ঝঞ্চার প্রভাব পড়বে সোম ও মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে। নতুন করে তুষারপাত বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীর হিমাচলপ্রদেশ উত্তরাখণ্ড-সহ উত্তর-পূর্ব পার্বত্য এলাকায় সোম ও মঙ্গলবার। উত্তরপ্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কুয়াশার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় বরিশাল কিছু এলাকায় শৈত্য প্রবাহের সর্তকতা।