Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ওএমআর শিট মামলায় আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই

ওএমআর শিট মামলায় আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই

ওএমআর শিট মামলায় আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
যোগেশচন্দ্র মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

ওএমআর শিট মামলায় আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই। এখনও ওএমআর শিট দুর্নীতির কেস ডায়েরি আনতে পারেনি সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আবারও সময় চাইল সিবিআই। সওয়াল জবাবের সময়ে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন সিবিআই-এর আইনজীবী। বিচারপতি এদিন তদন্তকারীদের কাছে কেস ডায়েরি চান, একই সঙ্গে রিপোর্ট কীভাবে ওএমআরশিট ডিজিটালাইজেশন হয় এ সম্পর্কে রিপোর্ট চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ সেন্ট্রাল হলে আজ প্রধানমন্ত্রী ভাষণে ভারতীয় অর্থনীতি

বিচারপতি তদন্তকারীদের কাছে এটাও জানতে চান, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তিন বার যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার ফল কী? মানিক ভট্টাচার্যের কথা রেকর্ড রাখা হয়েছে কি না, তাও জানতে চান।

 

উত্তরে কেন্দ্রের ডেপুটি সলিসেটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, মানিক ভট্টাচার্যকে তিন বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গেও এই নিয়ে বিস্তারিত কথা হয়েছে। তিনি জানিয়েছেন, গত জুন মাসের ১৩ ও ১৪, এই দু’দিন সৌমেন নন্দী কেসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গেও এই নিয়ে বিস্তারিত কথা হয়েছে। তিনি জানিয়েছেন, গত জুন মাসের ১৩ ও ১৪, এই দু’দিন সৌমেন নন্দী কেসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

কেন্দ্রের আইনজীবী বলেন, “যেহেতু এই মামলায় ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে অন্য বিচারপতির (বিচারপতি অমৃতা সিনহা) এজলাসে চলে গিয়েছে।” তাই কেস ডায়েরি তারা কীভাবে দেবেন বলে সওয়াল করেন বিল্বদল ভট্টাচার্য। “যেহেতু এই মামলায় ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে অন্য বিচারপতির (বিচারপতি অমৃতা সিনহা) এজলাসে চলে গিয়েছে।” তাই কেস ডায়েরি তারা কীভাবে দেবেন বলে সওয়াল করেন বিল্বদল ভট্টাচার্য।

 

তখন বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দিতে পারে। সিবিআই-এর এই দুশ্চিন্তা হতে পারে। কিন্তু এই সংক্রান্ত মামলায় তো কোন নির্দেশ নেই। তাহলে কেন এই মামলার কেস ডায়েরি তৈরি নেই?” সিবিআই-এর তরফ থেকে বলা হয়, “আমরা অনেক দূর এগিয়েছি এই তদন্তে। আমাদের আরেকটু সময় দিতে হবে।” এই মামলার পরবর্তী শুনানি ২টোর সময়ে। “সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দিতে পারে। সিবিআই-এর এই দুশ্চিন্তা হতে পারে। কিন্তু এই সংক্রান্ত মামলায় তো কোন নির্দেশ নেই। তাহলে কেন এই মামলার কেস ডায়েরি তৈরি নেই?” সিবিআই-এর তরফ থেকে বলা হয়, “আমরা অনেক দূর এগিয়েছি এই তদন্তে। আমাদের আরেকটু সময় দিতে হবে।” এই মামলার পরবর্তী শুনানি ২টোর সময়ে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top