
স্বাধীনতা দিবসে (Independence Day) উন্নয়নের ডাক দিয়ে লালকেল্লা থেকে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মোদী।এদিন নিজের ভাষণে একাধিক উন্নয়নের সঙ্গেই সংরক্ষণের বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন (Independence Day) বলেন, ‘বিকাশ সর্বাঙ্গীন হতে হবে’। যে সমস্ত ক্ষেত্র দেশে পিছিয়ে রয়েছে তাদের আগে নিয়ে আসার বার্তা দিয়েছেন। তিনি এদিন বলেন, উত্তরপূর্ব থেকে লাদাখ, জম্মু ও কাশ্নীর পর্যন্ত সমস্ত ক্ষেত্রই দেশের বিকাশ যাত্রার ক্ষেত্র হতে চলেছে।উত্তরপূর্বে যেবাবে সংযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে, তা ইতিহাস লিখছে।উত্তরপূর্বে স্থায়ী শান্তি নিয়ে যেমন সরকার ভাবছে,তেমনই হার্বাল মেডিসিন, অয়েল পাম্প সম্পর্কীয় বিভিন্ন সম্ভাবনাকে নিয়ে উন্নয়নের সঙ্গে জুড়ে দেওয়ার ভাবনা নিয়ে এগোচ্ছে ভারত।
জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সেইভাবে চলছে প্রস্তুতি। লাদাখে আধুনিক পরিকাঠামো তৈরি হতে দেখছে। গ্রামের মানুষরা যাতে নিজেদের জন্য সঠিক জমি পান তার বন্দোবস্ত সুনিশ্চিত করতে হবে।ছোট ছোট জমির কৃষকদের ওপর যতটা নজর দেওয়া দরকার ছিল, তা আগে হয়নি। তবে বর্তমান সরকার, ফসলের দাম থেকে কিষাণ উৎপাদক সংগঠনের হাত ধরে উন্নয়ন করেছে।
তিনি এদিন (Independence Day) আরও বলেন, একাধিক বিষয়ে ছোট ছোট কৃষকদের কথা ভেবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প তালু করা হয়েছে। তিনি বলেন, ‘ছোটা কিষাণ বনে দেশ কি শান’। দেশের ছোট জমির কৃষকদের দেশের চালিকা শক্তির মধ্যে বড় অংশে জায়গা দিতে হবে।স্বাধীনতার উদযাপনে ৭৫ সপ্তাহে ৭৫ টি বন্দে ভারত ট্রেন যাবে। দেশের বিভিন্ন প্রান্তকে এই ৭৫ টি ট্রেন সংঘবদ্ধ করবে। এদিন কার্যত টার্গেট বেঁধে মোদী বলেন, আগামী ২৫ বছর ভারতের জন্য অমৃতকাল।ভারত বর্তমানে ৩ বিলিয়ন মোবাইল রপ্তানী হয়। যা আগে সবচেয়ে বেশি দেশে আমদানী করা হত।
দেশের উৎপাদন সংস্থার উদ্দেশে মোদীর সাফ বার্তা বিশ্ব বাজারকে চিনে নিয়ে এই উৎপাদন ক্ষেত্রের প্রোডাক্ট বিদেশে আরও রপ্তানী করতে হবে। ফলে উৎপাদনকারীরা যেন পণ্যকে বিশ্ব বাজারে পাঠাতে আরও উদ্যোগী হন। মোদী বলেন, বিশ্বার বাজারে যাতে ভারতের ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য ছড়িয়ে যায় তার উদ্যোগ নিতে হবে।মোদী বলেন, বর্তমান সরকার সেই উন্নয়নের দিকে যে কতটা আগ্রহী তা বর্তমান সরকারের রাজনৈতিক ইচ্ছা থেকেই প্রকাশিত। যাতে কাজের গতি আরও এগিয়ে যায়, তার জন্য আইনি জটিলতা কাটানোর সমস্ত বন্দোবস্ত করেছে সরকার।
দেশের মেয়েরা যাতে সৈনিক স্কুলে প্রবেশের সুযোগ পান , তার বন্দোবস্ত ছোট করে শুরু করেছিল সরকার। এদিন মোদী জানিয়ে দিলেন যে , দেশের সমস্ত মেয়েরা যাতে সৈনিক স্কুলে ভর্তি হতে পারেন, তার জন্য সুযোগ চালু করে দিন কেন্দ্র।এছাড়াও আসছে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প। যার ফলে ন্যাশনাল ইনফাস্ট্রাকচার মাস্টার প্ল্যান। যার ফলে বহু মানুষের কর্মসংস্থান হবে। এরফলে কম সময়ে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে।
এরফলে সংস্থার উৎপাদনকারীদের সামনে অনেক সুবিধা হবে।সামুদ্রিক সম্পকদে নিয়ে দেশের বিকাশে নয়া সংযুক্তি হতে পারে। সেই জায়গা থেকে দেশ চেষ্টার রাস্তা ছাড়বে না বলে জানান মোদী। গ্রামে গ্রামে বিদ্যুৎ, ফাইবার সংযোগের উন্নয়েনর বার্তার সঙ্গেই মোদী এদিন ভোকাল ফর লোকালের ডাক দেন। তিনি বলেন, করোনার ফলে দেশে প্রযুক্তি ও আমাদের বৈজ্ঞানিকদের শক্তিকে দেশ দেখেছে। কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিকদের আবিষ্কার যাতে আরও সমৃদ্ধ করে, তার দিকে সচেষ্ট হতে হবে। এরজন্য আমরা বেশি অপেক্ষা করতে পারব না।এদিনের ভাষণে মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা প্রয়াস’ এর বার্তা নিয়ে দেশকে এগিয়ে যেতে চান।



















