ইডি দফতর থেকে বেরিয়ে কি বললেন সায়নী ? সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকার সময়েও বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছিল তৃণমূলের (Trinamool Congress) যুবনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। সাড়ে এগারো ঘণ্টার ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে রাত এগারোটা নাগাদ অবশেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তিনি। বেরোনোর সময়েও তাঁকে বেশ খানিকটা আত্মবিশ্বাসী দেখায়। তবে ইডি আধিকারিকরা তাঁকে ঠিক কী জিজ্ঞেস করেছেন সে বিষয়ে কিছু বলতে চাননি। তাঁর দাবি, তদন্তে তিনি একশো শতাংশ সহযোগিতা করেছেন। কিন্তু, ইডি (ED) তাঁকে ফের ডাকতে চলেছে, এ কথা তিনি নিজেই বলেছেন। সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ জুলাই সায়নী ঘোষকে ফের তলব করা হয়েছে। বেশ কিছু নথি-সহ হাজির হওয়ার কথা বলা হয়েছে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের রেশ ধরেই সায়নীকে ডেকেছিল ইডি। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের সম্পত্তি নিয়ে যখন তদন্ত চলছে সেই সময়েই সায়নী ঘোষের নাম উঠে এসেছে। সূত্রের খবর, এই কুন্তলের সঙ্গে তাঁর কবে থেকে পরিচয়, তাঁর থেকে তিনি কোনও টাকা নিয়েছিলেন কিনা তা জানার চেষ্টা করছেন ইডির তদন্তকারীরা। যদিও এদিন সিজিওতে ঢোকার মুখে কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন বিষয়ে প্রশ্ন করা হলে কার্যত তিনি হাতের ইশারায় তা নসাৎ করে দেন। এদিকে ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই কুন্তল ও সায়নী ঘোষের একাধিক চ্যাট ইস্ট্রি তদন্তকারীদের হাতে রয়েছে। এই তথ্যগুলিকে হাতিয়ার করেও তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা। ফের তাঁকে ডাকা হলে এ বিষয়ে আরও বিশদে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন – ‘অভিষেকের ধমক খেয়েছিলেন’, ৩১ জন কুড়মি প্রার্থী নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ
সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী বললেন, “কী কথা হয়েছে সেটা তো বলা যাবে না। কিছু বেসিক ডকুমেন্ট নিয়ে আজ আসতে বলেছিলেন। এর মধ্যে আবারও ডাকা হবে। কিছু তথ্যের ডিটেল আনতে বলেছেন তাঁরা। আমি একশো শতাংশ সহযোগিতা করেছি। আমি আশা করছি তাঁরা সন্তুষ্ট হয়েছেন।” তদন্তের স্বার্থে তিনি একশোবার ইডির কাছে আসতে রাজি আছেন বলেও এদিন জানান এই দাপুটে তৃণমূল নেত্রী।