কি হবে?ট্রেন চলার পরের সংক্রমণ !

কি হবে?ট্রেন চলার পরের সংক্রমণ !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা  ১২নভেম্বর উত্তর ২৪পরগণা:বারাসাত স্টেশনের রেল পুলিশের তৎপরতা চোখে পরার মত,যাত্রীদের থার্মাল স্ক্যানিং করে স্টেশনের ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে,তবে ট্রেনের ভিতরের ছবি কিন্তু সব গাইডলাইনকে তুলে দিয়েছে।বনগাঁ মাঝেরহাট লোকাল,বনগাঁ শিয়ালদহ লোকাল ও হাসনাবাদ শিয়ালদহ লোকালের উপচে পরা ভিড়।

ট্রেনের মধ্যে কোন দূরত্ব বিধি মানা হচ্ছেনা বললেই চলে।এই বিষয়ে রেল পুলিশের কোন নজরদারি নেই বললেই চলে।বারাসত জংশন,মানুষের সংখ্যা এখানে বেশি,সব ট্রেন দাঁড়াবে জংশনে,সেখানে পুলিশের তৎপরতা বেশি থাকবে এটাই স্বাভাবিক,কিন্তু প্রশ্ন বারাসত জংশন থেকে ট্রেন ছাড়ার পর কি তা মানা হচ্ছে?ট্রেনের ভিতরকি সামাজিক দূরত্ব মানা হচ্ছে? সত্যিটা হচ্ছে এটা কোনদিনই সম্ভব নয়,ট্রেনের সংখ্যা বাড়ালে কিছুটা ভিড়  শিথিল হলেও সামাজিক দূরত্ব কোনদিনই মানা সম্ভব নয়।এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ভ্যাক্সিন,যার কোন সদুত্তর এখনো আসেনি।অন্যদিকে রেলে ফের আরেকবারের বৈঠকে বসবে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে।

আরও পড়ুন…সল্টলেকের দত্তাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণ বাজি

ধীরে ধীরে সবকিছুই চালু হয়ে গেছে,দেওয়া হয়ে নানান গাইডলাইন, তবে গাইডলাইন মেনে সাধারণ মানুষ কতটা চলতে পারবে তা নিয়ে বিস্তর প্রশ্ন চিহ্ন,এই ভাবে লোকাল যদি লোকাল  ট্রেন চলে  তাহলে সপ্তাহ দুয়েক পরে সংক্রমণ এরাজ্যে কোথায় গিয়ে দাঁড়ায় তা সত্যি বড় প্রশ্নের মুখে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top