WhatsApp-এ আসছে দুর্দান্ত ফিচার, গ্রুপ অ্যাডমিনকে এই ফিচারটি অন করে রাখতে হবে। জানুন বিস্তারিত …. হোয়াটসঅ্যাপ প্রায় প্রতি মাসেই নতুন নতুন ফিচারের সম্ভার নিয়ে হাজির হচ্ছে। এবার একটি ফিচার আনল কোম্পানিটি। আপনি যদি WhatsApp গ্রুপে কাউকে অ্যাড করেন বা নিজে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন, তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রথম দিকে গ্রুপে যে সব মেসেজগুলি এসেছে, তা আপনি দেখতে পান না।অর্থাৎ আপনাকে যখন অ্যাড করা হয়েছে, তখন থেকেই আপনার কাছে সমস্ত মেসেজ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হয়, এর আগে কী বিষয়ে কথা হয়েছে গ্রুপে। এই সমস্যা দূর করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন ‘Recent History Sharing’ ফিচারটি গ্রুপের জন্য আনতে চলেছে কোম্পনাটি। তবে সেক্ষেত্রে গ্রুপ অ্যাডমিন এই ফিচারটি অন করে রাখতে হবে।
হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে মাল্টি অ্যাকাউন্ট লগইন নামে একটি ফিচার নিয়ে কাজ করছে। অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য আনা হবে এই ফিচার। একবার আপনি একটি নতুন অ্যাকাউন্ট অ্যাড করলে, পরের বার এটি খুলতে আপনাকে কেবল 2টি অ্যাকাউন্টের মধ্যে স্যুইচ করতে হবে। অর্থাৎ বারবার লগইন করার দরকার নেই। অর্থাৎ আপনি একটাই নম্বর দিয়ে একটি ফোনে দু’টি অ্যাকাউন্ট চালাতে পারবেন। তবে এই ফিচারটি কবে আসবে, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন – ভাঙড়ে ভোট হিংসার ঘটনায় নওশাদকে তলব CID-র, হাজিরা দিলেন দুপুরেই,
যদি গ্রুপ অ্যাডমিন এই ফিচারটি চালু করে, তাহলে গ্রুপে আগের সমস্ত মেসেজ জানতে পারবেন, গ্রুপে অ্যাড হওয়া নতুন সদস্যরা। যিনি নতুন অ্যাড হবেন, তিনি গত 24 ঘন্টার চ্যাটগুলি দেখতে পাবেন। এই আপডেট সম্পর্কে Wabetainfo সমস্ত তথ্য শেয়ার করেছে। এটি একটি উপকারী আপডেট হতে চলেছে। তবে এখনও এই ফিচারটি সবার জন্য আনা হয়নি। শুধুমাত্র বিটা পরীক্ষকদের জন্য আনা হয়েছে। তবে খুব শীঘ্রই কোম্পানি এটি সবার জন্য রোলআউট করতে পারে।