সুস্মিতার সঙ্গে রণদীপ হুডার কী কারণে হয়েছিল ব্রেকআপ? বহুদিন পর মুখ খুলেছিলেন রণদীপ, সুস্মিতা সেনের (Sushmita Sen) জীবনে নানা সময় এসেছে নানা পুরুষ। কখনও বিক্রম ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক হেডলাইন দখল করেছে। আবার কখনও বা রণদীপ হুডার (Randeep Hooda) সঙ্গে হাত ধরে ঘুরেছেন জনসমক্ষেই। সময়টা ২০০৬ থেকে ২০০৯– এই তিন বছর রণদীপ হুডার (Randeep Hooda) সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন (Sushmita Sen) । কিন্তু তিন বছর পরেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। কী কারণে হয়েছিল ব্রেকআপ (Break Up) ? তা নিয়ে বহুদিন পর মুখ খুলেছিলেন রণদীপ (Randeeo Hooda)। কী বলেছিলেন তিনি? সময়টা ২০০৬ থেকে ২০০৯– এই তিন বছর রণদীপ হুডার সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন।
তাঁর কথায়, “আমি কোনও মিস ইউনিভার্সের সঙ্গে সম্পর্কে ছিলাম না। যদিও সম্পর্কটিতে আমি কোনওদিন জয়ের অনুভূতি পাইনি। একবার আমি একটি থিয়েটার রিহার্সাল মিস করেছিলাম কারন, সুস্মিতা চায়নি আমি সেটাতে যাই। নিজের মূল্যবোধে বিরুদ্ধে গিয়ে এই কাজটা করেছিলাম আমি। সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকায় আমি খ্যাতির মুখোমুখি হয়েছিলাম, এ কথা ঠিক। কিন্তু আমি সাইডলাইনেও ছিলাম তখন, আমি তো তখনও তারকা হয়ে উঠিনি।”
যদিও সুস্মিতা কিন্তু কখনও নিজের জীবনের কোনও অধ্যায় নিয়ে কখনও মুখ খোলেননি। তাই তাঁর দিকের যুক্তি কী? কেন বিচ্ছেদ হয়েছিল তাঁদের? তা জানা যায়নি আজও।
আরও পড়ুন – কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি? তারিখ থেকে বিবাহ স্থান, সবটাই প্রকাশ্যে
এছাড়া রণদীপের কথা “তাই ওই বিচ্ছেদ আমার সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে ভাল জিনিস ছিল বলেই আমি মনে করি। অনেক সময় দিয়েছিলাম আমার জীবনের। আর ব্রেকআপই নিজের জন্য কিছু করার ইচ্ছেশক্তি জুগিয়েছিল আমায়।”
( সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )