২১ জুলাইয়ের রাস্তার হালচাল, কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন? রাস্তায় বেরিয়ে বিপদে পড়ার আগে জেনে নিন… কোন রাস্তা বন্ধ, কোন মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি? রাস্তায় বাসের আকাল, ট্রেনে তিল ধারনের জায়গা নেই। ফি বছরের মতো এবারও সেই চিত্র। শহরের বুকে উপচে পড়বে ভিড়। আগাম প্রস্তুত কলকাতা ট্রাফিক পুলিশও। তৃণমূলের মেগা ইভেন্ট। ২১ জুলাই ঘিরে শহরে চরম ব্যস্ততা। জেলা, প্রত্যন্ত গ্রাম থেকে ইতিমধ্যেই মানুষ শহরমুখী। রাস্তায় বাসের আকাল, ট্রেনে তিল ধারনের জায়গা নেই। ফি বছরের মতো এবারও সেই চিত্র। শহরের বুকে উপচে পড়বে ভিড়। আগাম প্রস্তুত কলকাতা ট্রাফিক পুলিশও। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
শুক্রবার শহরে মালবাহী গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। ভোর রাত ৩ টে থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে। গ্যাস, সবজি, দুধ ও ফলের গাড়ি অবশ্য এর আওতায় পড়বে না।বলাই বাহুল্য, গুরুত্বপূর্ণ কাজ না থাকলে শুক্রবার আর বাড়ি থেকে না বেরনোই শ্রেয়।
আরও পড়ুন – একুশে জুলাই সমাবেশের জনস্রোত, গাড়ি সামলানোর চিন্তায় লালবাজার।
এক নজরে দেখে নিন শুক্রবার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে?
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তর থেকে দক্ষিণে যাওয়ার জন্য আমহার্স্ট স্ট্রিট,ব্রাবোর্ন রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। আবার শহরের দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার জন্য বিধান সরণি (কেশব চন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট,স্ট্রান্ড রোড(হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমাউন্ট স্ট্রিট) , পূর্ব থেকে পশ্চিমে বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, পশ্চিম থেকে পূর্বে নিউ সিআইটি রোড, দক্ষিণ থেকে উত্তরে রবীন্দ্র সরণি(বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। সকাল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )