কালো নয়, ধবধবে সাদা কাক! পুণের রাস্তায় দেখা মিললো সাদা কাকের , কাকের রং কী? প্রশ্ন করা হলে আপনি হেসেই উত্তর দেবেন, কালো। এই সোজা প্রশ্নের উত্তর সবারই জানা। কিন্তু কখনো কি ধবধবে সাদা কাকের কথা শুনেছেন? কাক কিন্তু কেবল কালো নয়, সাদা রঙেরও হতে পারে। তবে সংখ্যায় তা খুবই কম।সম্প্রতি পুণের রাস্তায় দেখা মিলল ধবধবে সাদা কাকের। আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল।
আরও পড়ুন – NJP স্টেশনে হইচই! চলন্ত ট্রেনে চলল গুলি ,গুলিবিদ্ধ হয়ে মৃত ১,
পুনের কন্ধওয়ার লুল্লা নগর এলাকায় একটি সাদা কাক দেখা গেছে।কেউ কেউ একে অন্য পাখি ভেবেছেন। আবার অনেকের মনেই কৌতূহল জন্মেছে বিপরীত রং-কে ঘিরে। আমাদের চারপাশে সাধারণত দুই ধরনের কাকের বিচরণ। এগুলো হলো দাঁড়কাক ও পাতিকাক। সাধারণত ৪০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এসব কাক। কালো কাকের সাদা রং হওয়া মূলত এর জন্মগত ত্রুটি।এই ধরনের কাককে ‘অ্যালবিনো কাক’ বা ‘অ্যালবিনো ক্রো’ বলা হয়। সাধারণত এদের ঠোঁট ও পা গোলাপি রঙা হয়ে থাকে। আফ্রিকা মহাদেশ ও আমেরিকায় সাদা-কালো রঙা কাক দেখা যায় যাদের বলা হয় ‘পাইড ক্রো’। কাক কিন্তু কেবল কালো নয়, সাদা রঙেরও হতে পারে। তবে সংখ্যায় তা খুবই কম।সম্প্রতি পুণের রাস্তায় দেখা মিলল ধবধবে সাদা কাকের। আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল।
আরও পড়ুন – ‘কাজ না হলে পদ থেকে সরিয়ে দেব’, উদয়ন-রবিকে কড়া বার্তা অভিষেকের
(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )