কেন কোম্পানি চার্জারের সঙ্গে ছোট তার দেয়? এতে লাভ কার হয়? , যে কোনো ফোনের জন্য চার্জার খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া ফোন চার্জ করা যাবে না। আপনি প্রায় প্রতিটি ফোন বক্সে একটি চার্জার পাবেন। তবে এই চার্জারগুলির সঙ্গে থাকা তার বেশিরভাগ ক্ষেত্রে খুব ছোট।ছোট তার হওয়ায় অনেক সময় চার্জিং-এর সময় ফোন ব্যবহার করতে সমস্যায় পড়তে হয়। ছোট তারের জন্য সমস্যা হলেও আসলে এতে আপনারই উপকার। মোবাইল কোম্পানিগুলি ইচ্ছাকৃতভাবে চার্জারে ছোট তার দেয়l
কেন চার্জারের সঙ্গে ছোট তার দেয় কোম্পানি? এতে লাভ কার, জেনে নিন, চার্জ করার সময় ফোন ব্যবহার করলে এর ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যায়। শুধু তাই নয়, চার্জ করার সময় মোবাইল ব্যবহার করলেও ফোন গরম হয়ে যায়। এ ছাড়া ফোনটি চার্জিং এ রেখে ব্যবহার করলে চার্জ হতে অনেক সময় লাগে।আসলে, মোবাইল কোম্পানিগুলি ফোনের চার্জারের তার ছোট করে দেয় যাতে আপনি আপনার ফোনটিকে চার্জ করার সময় বেশিক্ষণ ব্যবহার করতে না পারেন।বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, চার্জ করার সময় মোবাইলের ব্যাবহারের ফলে ব্যাটারি ফেটে গিয়েছে। চার্জ করার সময় মোবাইল ব্যবহার করলে ফোনের ব্যাটারি ব্যাকআপও কমে যায়।
আরও পড়ুন – রাজ্যপাল সিভি আনন্দ বোস ফুল-মিষ্টি নিয়ে প্রধান বিচারপতির বাড়িতে দেখা করতে যান
একের পর অভিযোগের পর কোম্পানিগুলি আসল কারণ খুঁজতে শুরু করে। তার পর ঠিক করা হয়, চার্জারের তার ছোট করে দেওয়া হবে।কয়েক বছর আগেও চার্জারের তার অনেকটাই লম্বা হত। তবে সময়েরজানতে পেরেছে প্রতিটি সংস্থা। চার্জের সময় ফোন ব্যবহার করার ফলে ফোনের ব্যাটারিতে সমস্যা শুরু হয়। এর পর গ্রাহকরা ব্যাটারি নষ্ট হওয়ার বিষয়ে কোম্পানিগুলোর কাছে অভিযোগ করতে শুরু করেন।ছোট তারের জন্য সমস্যা হলেও আসলে এতে আপনারই উপকার। মোবাইল কোম্পানিগুলি ইচ্ছাকৃতভাবে চার্জারে ছোট তার দেয়l
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করূন facebook পেজ এবং youtube )