দাউদকে কবে ভারতের হাতে তুলে দেবেন? প্রশ্ন শুনে পালাতে ব্যস্ত বিলাবল ভুট্টো

দাউদকে কবে ভারতের হাতে তুলে দেবেন? প্রশ্ন শুনে পালাতে ব্যস্ত বিলাবল ভুট্টো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দাউদকে কবে ভারতের হাতে তুলে দেবেন? প্রশ্ন শুনে পালাতে ব্যস্ত বিলাবল ভুট্টো ,১৯৯৩-র মুম্বই বিস্ফোরণ মামলার মাস্টার মাইন্ড দাউদ ইব্রাহিম কাসকরকে কবে নয়াদিল্লির হাতে তুলে দেবেন? ভারত সফরে এসে সরাসরি এই প্রশ্নের মুখে পড়ায় প্রবল অস্বস্তিতে বিলাবল ভুট্টো জারদারি। জবাব এড়িয়ে কোনও মতে সেখান থেকে পালিয়ে বাঁচলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। শুক্রবার গোয়ায় শেষ হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO-র বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। সেখানেই যোগ দিতে দু’দিনের সফরে ভারতে আসেন বিলাবল।

 

 

 

 

 

শুক্রবারের বৈঠকে ফের একবার সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, “যাঁরা নিরন্তরভাবে সন্ত্রাসে মদত দিয়ে চলেছেন, তাঁদের সঙ্গে জঙ্গি হামলার শিকার হওয়া কোনও দেশ আলোচনায় বসতে পারে না। যাঁরা সন্ত্রাসবাদকে বৈধতা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, তাঁরা বর্তমানে মিথ্যা কথা বলছেন।”

 

 

 

গতকাল বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই দাউদ ইব্রাহিম কাসকরকে নিয়ে প্রশ্ন ছুড়ে দেন এক ভারতীয় সাংবাদিক। যার জেরে প্রবল অস্বস্তির মুখে পড়েন পাক বিদেশমন্ত্রী।আন্ডারওয়ার্ল্ড ডন দাউদকে নিয়ে অবশ্য কোনও জবাব দেননি বিলাবল। ওই প্রশ্ন এড়িয়ে যান তিনি। পাশাপাশি, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার বলে হাস্যকর দাবি করেন পাক বিদেশমন্ত্রী।

 

 

 

 

এই প্রসঙ্গে বিলাবল বলেন, “২০০৭-এ সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটে। সেই ঘটনায় নিহতদের সিংহভাগই ছিলেন পাকিস্তানের নাগরিক। গত কয়েক বছরে বারবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে আমাদের দেশ।” তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইসলামাবাদ যে সিদ্ধান্ত বদল করছে না, তাও স্পষ্ট করে দেন পাক বিদেশমন্ত্রী। শুধু তাই নয়, কাশ্মীরকে ‘ভারত অধিকৃত’ বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘিত হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনার অনুকূল পরিবেশ প্রয়োজন। যা তৈরির দায়িত্ব ছিল ভারতের। কিন্তু নয়াদিল্লি অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করায় সেই প্রক্রিয়া নষ্ট হয়েছে।” সংবাদমাধ্যমকে বলেন বিলাবল।

 

 

আরও পড়ুন –   গম্ভীর বিতর্কে নিজেকে নির্দোষ বললেন কোহলি

 

 

 

উল্লেখ্য, বৃহস্পতিবার এই বৈঠককে যোগ দিতে আসা বিদেশমন্ত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানান জয়শংকর। সেখানে মুখোমুখি দেখা হলেও বিলাবলের সঙ্গে কথা বলেননি তিনি। শুক্রবার আমন্ত্রণের সময়ও পাক বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়নি তাঁকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top