নিজস্ব সংবাদদাতা ২৮ নভেম্বর ২০২০পূর্ব মেদিনীপুর: খেজুরিতে তৃনমূলের পার্টি অফিস ভাঙচুর দখল।শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই কাঁথি মহকুমার খেজুরি অশান্ত হয়ে পরে।
পুর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে পর পর তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর লুঠপাট ও দখলের ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছাড়ার পরে গতকাল সন্ধ্যা থেকে মোটর সাইকেল বাহিনী রাতে তৃণমূলের ছ’টি পার্টি অফিসে হামলা চালিয়েছে বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল মিঁয়ামোড় এলাকায় অবরোধের নেমেছে তৃনমূলের নেতা কর্মীরা। এলাকায় এনিয়ে উত্তেজনা ছড়িয়েছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করে ওটা তৃনমূলের গোষ্ঠি দ্বন্দ্ব। তৃনমূলের অভিযোগ হামলা চালিয়েছে বিজেপি। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে হেঁড়িয়া-বোগা সড়কের মিঁয়া মোড়ে অবরোধ শুরু করেন তৃণমূল নেতা-কর্মীরা। বিজেপি-র জেলা নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, এই হামলা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল।
আরও পড়ুন…ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন বিজেপিকর্মীদের উপর হামলা
এই ঘটনা নিয়ে খেজুরি থানা বা কাঁথি মহকুমা পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।