Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে ভারতীয় বংশোদ্ভূত

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব ব্যাঙ্কের (World Bank) দায়িত্ব এবার সামলাবেন ইন্দো-আমেরিকান ব্যবসায়ী অজয় বাঙ্গা (Ajay Banga)। মার্কিন প্রেসিডেন্ট (USA President) জো বাইডেন (Joe Biden) তাঁর নাম মনোনীত করেছেন। মাস্টারকার্ডের (Mastercard) প্রাক্তন সিইওয়ের ওপরই ভরসা রাখছেন বাইডেন।

 

 

 

মালপাস ক্ষমতা থেকে সরে আসার পর থেকেই এই মনোনয়নের কাজ চলছিল। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়ন চলবে। বিশ্ব ব্যাঙ্কের তরফে মহিলা প্রার্থীদের নামও মনোনয়নের ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে। সাধারণত বিশ্ব ব্যাঙ্কের সভাপতিপদে আমেরিকান কাউকেই বসানো হয়। আবার আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মাথায় সাধারণত বসানো হয় একজন ইউরোপিয়ানকেই।

 

 

উল্লেখ্য, যে পদ্ধতিতে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব ব্যাঙ্ক ঋণ দেয় তার পরিবর্তন চেয়েছিলেন মালপাস। বৈশ্বিক উষ্ণায়ন (গ্লোবাল ওয়ার্মিং) নিয়েও বিজ্ঞানীদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন। তাছাড়া বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা শুরু হয়েছে তা কাটাতে কোনও কার্যকরী পদক্ষেপ না করার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন মালপাস।

 

 

২০১৯ সালের এপ্রিলে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অন্যতম গুরুত্ব নেতা ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ডেভিড মালপাস। আমেরিকার অর্থ মন্ত্রকের অন্যতম আধিকারিকের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাসম্পন্ন মালপাসকে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছিলেন ত‍ৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। যেহেতু পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি তাই আগামী বছরের এপ্রিল পর্যন্ত তাঁর মেয়াদ ছিল।

 

আরও পড়ুন –  বোলপুর ছাড়লেন অমর্ত্য সেন কোথায় যাচ্ছেন এবং যাওয়ার আগে কী বলে গেলেন…

 

প্রসঙ্গত, মেয়াদ শেষ হওয়ার এক বছর বাকি থাকতে আচমকাই ইস্তফা দিয়েছিলেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। তিনি জানিয়েছিলেন, অনেক চিন্তার পরে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কী কারণে মেয়াদ শেষের এক বছর আগে সরে দাঁড়িয়েছিলেন তিনি, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি বিশ্ব ব্যাঙ্কের পদত্যাগী শীর্ষ কর্তা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top