আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মেন ইন ব্লুর মিশন বিশ্বকাপ (ICC World Cup)। তার আগে এ বার ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছে গেল ভারতীয় টিম। চলতি সেপ্টেম্বরের ১৭ তারিখ এশিয়া কাপ জিতেছে ভারত। তারপর অস্ট্রেলিায়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। এ বার দেশের মাটিতে বিশ্বকাপই ফোকাস রোহিত শর্মার ভারতের (India) । আগামিকাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুন: সুর বদলে মোদীর সঙ্গে মৈত্রী চাইলেন কানাডার প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ভারতের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মেন ইন ব্লুর গুয়াহাটিতে পৌঁছনোর ভিডিয়ো বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ওয়ার্ম আপ ম্যাচের পর ভারতীয় টিম যাবে তিরুবনন্তপুরমে। সেখানে গ্রিনফিল্ড স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ। পরপর ২টি ওয়ার্ম আপ ম্যাচ জিতে বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে চায় ভারত।
জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড টিম পৌঁছে গিয়েছে ভারতে। সূত্রের খবর, ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা গুয়াহাটিতে ব়্যাডিসব ব্লু হোটেলে থাকবেন। সোশ্যাল মিডিয়া X এ সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা এক ভিডিয়োত দেখা গিয়েছে ইংল্যান্ড টিমের সদস্যদের সঙ্গে গুয়াহাটি পৌঁছেছেন ভারতের ওপেনার শুভমন গিল।
এ বারের বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গতকাল, ২৮ সেপ্টেম্বর ছিল বিশ্বকাপের স্কোয়াডে কোনও পরিবর্তনের শেষ দিন। তাতে একটি পরিবর্তন করেছে ভারত। চোট পাওয়া অলরাউন্ডার অক্ষর প্যাটেলের জায়গায় ভারতের বিশ্বকাপ টিমে প্রবেশ করেছেন রবি অশ্বিন। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে এবং ভারতের সফর শুরু হবে ৮ অক্টোবর। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।