নিজস্ব সংবাদদাতা ২৩ অক্টোবর ২০২০ বীরভূম: রবীন্দ্রপল্লী সার্বজনীন দুর্গো উৎসব এ বছর পা দিল ৫০ তম বছরে। এবছর তাদের থিম “বিশ্ব মহামারী ২০২০”।
১৭২০ সাল থেকে প্রতি ১০০ বছর অন্তর অন্তর ঘটে যাওয়া মহামারী গুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই তাদের এই ভাবনা।
আরও পড়ুন…মানুষের প্রয়োজনে অভিনব সুরক্ষা অ্যাপের সূচনা করলো বারাসত জেলা পুলিশ
মন্ডপের ভেতর বিভিন্ন ছবি ও সাউন্ড এফেক্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই সমস্ত মহামারীর ভয়াবহ চিত্র কে। মন্ডপের ওপরেই দেখা যাবে বিশ্ব বাংলা লোগো। ভেতরে প্রবেশ করতেই বিভিন্ন মহামারী দৃশ্য দেখতে পাবে দর্শনার্থীরা।