‘সব হিসাব মিটিয়ে দিয়েছি’! প্রয়াগরাজে দাঁড়িয়ে হুঁশিয়ারি যোগীর

‘সব হিসাব মিটিয়ে দিয়েছি’! প্রয়াগরাজে দাঁড়িয়ে হুঁশিয়ারি যোগীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সুপ্রিম

‘সব হিসাব মিটিয়ে দিয়েছি’! প্রয়াগরাজে দাঁড়িয়ে হুঁশিয়ারি যোগীর, প্রয়াগরাজ থেকে হুঙ্কার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। সব হিসাব মিটিয়ে দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের সাংসদ এবং বিধায়ক তথা ‘গ্যাংস্টার’ আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফের হত্যার পর প্রথম বার প্রয়াগরাজে পা রেখেই হুঙ্কার ছুড়লেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আতিকের নাম করে তাঁর হুশিয়ারি, “সব হিসাব মিটিয়ে দিয়েছি।” শুধু আতিকই নয়, রাজ্যের বাকি মাফিয়াদেরও এই কথার মধ্যে দিয়ে বার্তা দিতে চাইলেন যোগী। প্রয়াগরাজে একটি জনসভায় গিয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি বলেন, “প্রয়াগরাজ পাপে ভরে গিয়েছিল। কিন্তু প্রকৃতি সব হিসাব শোধ করে দেয়।” যোগীর কথায়, “প্রয়াগরাজ ন্যায়ের প্রতীক। যে যে রকম কাজ করবে, ঠিক সেই ভাবেই ফল পাবে।”

 

 

 

 

 

মাফিয়াদের সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিবদের দান করা হবে বলেও জানিয়েছেন যোগী। ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে ভয় এবং আতঙ্কের উৎসব পালন করা হত। কিন্তু এখন গোটা ছবিটাই বদলে গিয়েছে বলে মন্তব্য তাঁর। যোগীর কথায়, “এখন সকলেই জানে বন্দুক হাতে তুললে তার পরিণাম কী হতে পারে। কিছু মানুষ প্রয়াগরাজে অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছিলেন। প্রয়াগরাজ সব হিসাব মিটিয়ে দিয়েছে।”

 

 

 

আরও পড়ুন – ‘বজরংবলীর নাম করলে গারদের পিছনে পাঠাতে চাইছে ওরা’, কংগ্রেসকে আক্রমণ মোদির

 

 

 

 

উত্তরপ্রদেশ আজ উন্নয়ন দেখছে বলেও দাবি যোগীর। শুধু তাই-ই নয়, এই রাজ্য অত্যন্ত নিরাপদ বলেও দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আজ যুব সম্প্রদায়ের হাতে বন্দুক, পিস্তল ওঠে না। কারণ ওরা জানে, এর পরিণাম কী হতে পারে। আজকে ওদের হাতে ট্যাবলেট উঠছে। যুব সম্প্রদায়ের প্রতিভাকে প্রযুক্তির কাজে লাগানো হবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top