সল্টলেকে ফ্ল্যাট খুঁজছিলেন যুবতী, যোগাযোগের পর হোয়াটসঅ্যাপে আসতে লাগল নগ্ন ছবি ,হোয়াটসঅ্যাপে যুবতীকে আপত্তিকর-নগ্ন ছবি পাঠানোর অভিযোগ। সঙ্গে কুরুচিকর মন্তব্য। বিধাননগর সাইবার শাখার পুলিশের হাতে গ্রেফতার বাগুইআটির যুবক। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
তদন্তকারী আধিকারিকরা দেখেন যে দুটি নম্বর থেকে সমস্ত চ্যাট করা হয়েছিল সেই নম্বরের সঙ্গে হোয়াটসঅ্যাপ কোম্পানি দেওয়া নম্বরটি একটি মিলে যায়। সেই মতো গতকাল সাইবার শাখার তদন্তকারী আধিকারিকেরা বাগুইহাটি রঘুনাথপুর থেকে ওই যুবককে গ্রেফতার করে। ধৃতর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া আজ আদালতে নতুন করে আইটি অ্যাক্ট সংযোজন করার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্র মারফত খবর।
সূত্রের খবর, ওই যুবতী বর্ধমানের বাসিন্দা। পড়াশোনার জন্য সল্টলেকে থাকার একটি ফ্ল্যাট খোঁজেন তিনি। সেই মোতাবেক একটি ওয়েবসাইটে সার্চ করেন। এরপর বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। এবং ঘর দেখতে সেখানে পৌঁছন। পরে যদিও ঘর পছন্দ না হওয়ায় ফিরে যান যুবতী।
আরও পড়ুন –রেশন ডিলারদের দাবিদাওয়ার দিকে মন দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সৌগত রায়ের।
অভিযোগ, এরপর থেকেই যিনি বাড়ি ভাড়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন সেই যুবক পর্ন সাইটের বিভিন্ন আপত্তিকর নগ্ন ছবি ও কুরুচিসম্পন্ন প্রস্তাব দিতে থাকেন। একটি-দু’টি নয়, বিভিন্ন নম্বর থেকেই বিভিন্ন ধরনের ছবি ও প্রস্তাব আসতে থাকে। এরপরই থানায় দ্বারস্থ হন যুবতী।