ডায়পার পরে হাবড়া স্টেশনের রেললাইনে ভিডিয়ো করে বিপদে পড়লেন স্যান্ডি সাহা। কী হয়েছিল আসল ঘটনা? জানুন

ডায়পার পরে হাবড়া স্টেশনের রেললাইনে ভিডিয়ো করে বিপদে পড়লেন স্যান্ডি সাহা। কী হয়েছিল আসল ঘটনা? জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ডায়পার পরে হাবড়া স্টেশনের রেললাইনে ভিডিয়ো করে বিপদে পড়লেন স্যান্ডি সাহা। কী হয়েছিল আসল ঘটনা? জানুন। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিষয়ের উপর ভিডিয়ো করে থাকেন এই বাঙালি ইউটিউবার। নেটদুনিয়ায় লাখো লাখো ভক্ত তাঁর। স্যান্ডির ভিডিয়ো মুহূর্তে ভাইরাল দুনিয়ার শিরোনামে আসে। এমনকী ভিডিয়ো করতে গিয়ে এর আগেও একাধিকবার বিকর্তে জড়িয়েছেন তিনি। ফের বিতর্কে স্যান্ডি সাহা। সোশ্যাল মিডিয়ায় স্যান্ডি সাহাকে নিয়ে প্রায়ই চর্চা হয়। কখনো অদ্ভূত পোশাক পরে গান, আবার কখনো উড়ালপুলের মাঝে নাচ। তবে এবার তেমনই এক ভিডিয়ো করার চক্করে বিড়ম্বনায় পড়তে হল ইউটিউবার স্যান্ডি সাহাকে। সম্প্রতি হাবড়া স্টেশনে ডায়পার পরে রেললাইনের মাঝেই ভিডিয়ো করতে দেখা যায় তাঁকে। আর তার জেরেই ফ্যাসাদে পড়েন তিনি। এমনকী ঘটনাটিতে পদক্ষেপ নিয়েছে পুলিশ।

 

 

 

 

 

স্যান্ডি সাহার সেই ভিডিয়োতে তাঁকে হাবড়া স্টেশনে রেললাইনের ট্র্যাকে নেমে ভিডিয়ো করতে দেখা যায়। জনপ্রিয় ইউটিউবারকে এমন পোশাকে দেখে ভিড় জমান বহু মানুষ। স্যান্ডির আর পাঁচটা ভিডিয়োর মতোই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সংশ্লিষ্ট ভিডিয়োটিও। কিছুক্ষণের মধ্যে বিষয়টি নজরে আসে পুলিশের।

 

 

 

 

ঠিক কী হয়েছিল? গত 27 মার্চ স্যান্ডি সাহার পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরেই সমস্যার সূত্রপাত হয়। নিজের সোশ্যাল মিডিয়ায় স্যান্ডি একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে তিনি হাবড়ার বিখ্যাত বাচ্চার বিরিয়ানি খেতে এসেছেন। তাই বাচ্চাদের ব্যবহৃত ডায়পার পরেই তিনি দর্শকদের মনোরঞ্জনের জন্য ভিডিয়ো করবেন। এরপরই ডায়পার পরে ব্লগ করতে শুরু করেন তিনি।

 

 

 

আরও পড়ুন –  কুনালের করা মানহানি মামলায় বিমান বসু, শতরুপ ঘোষ, মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে সমন…

 

 

ঘটনাটিতে পুলিশের তরফে স্যান্ডি সাহাকে ডেকে পাঠানো হয়। এমনকী তাঁকে আটক করে শাস্তিস্বরূপ জরিমানাও করা হয়েছে। যদিও ঘটনাটিতে স্যান্ডির বক্তব্য, সেই রেললাইনে ট্রেন চলে না জেনেই তিনি ভিডিয়ো করেছিলেন। তবে আগামী দিনে এব্যাপারে তিনি অবশ্যই সাবধান হবেন। যদিও নিজের ডায়পার পরা নিয়ে একেবারেই লজ্জিত নন স্যান্ডি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top