
এবার জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন জাইকোভ ডি (Zykov D vaccine) -কে সবুজ সংকেত দিল ভারত সরকার। শুক্রবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে জানিয়ে দেওয়া হল, জরুরি প্রয়োজনে এই সংস্থার ভ্যাকসিনও এবার থেকে প্রয়োগ করা যাবে।
জাইডাস কোম্পানির দাবি, এটিই বিশ্বের প্রথম ডিএনএ বেসড্ করোনা টিকা। এটি প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বাচ্চাদের উপরও প্রয়োগ করা সম্ভব। গত ১ জুলাই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কেন্দ্রকে আবেদন জানিয়েছিল জাইডাস ক্যাডিলা জাইকোভ ডি (Zykov D vaccine) । অবশেষে তাদের সেই আবেদনে কেন্দ্রের সাড়া মিলল। কেন্দ্র সরকারের বায়োটেকনোলজি বিভাগের সঙ্গে হাত মিলিয়ে তৈরি এই টিকা ১২ বছরের ঊর্ধ্বে সকলের উপর জরুরি ভিত্তিতে প্রয়োগ করা যাবে।
আর ও পড়ুন ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir), নিহত হয়েছে তিন জইশ
এই সংস্থাই ভারতে সবথেকে বড় ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। যার অন্তর্ভুক্ত ছিল ১২ থেকে ১৮ বছর বয়সিরাও। ডিবিটি -র তরফে ডা. রেণু স্বরূপ জানান, ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে এটি মাইলস্টোন তৈরি করে ফেলল। কোভিড টিকা তৈরির ক্ষেত্রে বিশ্ব মানচিত্রে স্থান করে নেবে আমাদের দেশ।
পাশাপাশি এও জানানো হয়েছে, ২৮০০০ মানুষের উপর এর তৃতীয় পর্বের ট্রায়াল চালানো হয়েছিল। যেখানে ভ্যাকসিনটি ৬৬.৬৬ শতাংশ কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা। টিকাটি ছাড়পত্র পেতেই ভারতীয় বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই ভ্যাকসিন উতপাদনের পর জাইডাস কোম্পানির দাবি, এটিই বিশ্বের প্রথম ডিএনএ বেসড্ করোনা টিকা। এটি প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বাচ্চাদের উপরও প্রয়োগ করা সম্ভব। গত ১ জুলাই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কেন্দ্রকে আবেদন জানিয়েছিল জাইডাস ক্যাডিলা জাইকোভ ডি (Zykov D vaccine) । অবশেষে তাদের সেই আবেদনে কেন্দ্রের সাড়া মিলল। কেন্দ্র সরকারের বায়োটেকনোলজি বিভাগের সঙ্গে হাত মিলিয়ে তৈরি এই টিকা ১২ বছরের ঊর্ধ্বে সকলের উপর জরুরি ভিত্তিতে প্রয়োগ করা যাবে।