মুর্শিদাবাদ জেলার ডোমকলে বাইক দুর্ঘটনায় মৃত ১, আহত আরও ১ যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ডোমকল থানার নরজপুর ফরাজিপাড়া এলাকায়। পিছন থেকে আসা একটি মারুতি ভ্যান বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজীব হোসেনের। কাটাকোপরা থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিলো তারা। আহত ব্যাক্তির নাম নুরসাহিন। জানাগিয়েছে নুরসাহিন Indian Army তে কর্মরত। মৃতের এবং আহতের দুজনের ই বাড়ি ডোমকল থানার মোক্তারপুর এলাকায়।