নিজস্ব সংবাদদাতা,শক্তিপুর, ২০শে নভেম্বর :মুর্শিদাবাদের শক্তিপুর থানার সোমাপাড়া গ্রামের সুমি খাতুন কে বীরঙ্গণা পুরুস্কারে সম্মানিত করলেন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা আয়োগ। সুমি খাতুন বাবা জাপান সেখ অসুস্থ ব্যক্তি চলে ফেরা করতে পারেনা। তাই ক্লাস নাইনে পড়ার সময় মা বিয়ে ঠিক করে পাশের গ্রামে সেই সময় সিনির দাদাদের জানায় এবং সিনি ও ব্লক প্রশাসন বিয়ে বন্ধ করে এর সিনি we Lead প্রকল্পে পিয়ার লিডার হিসাবে কাজ করে এবং ১০ জনের বাল্যবিবাহ বন্ধ ক রে এবং ১৫জন কে বিদ্যালয়ে Re Admission করে। এবং কিশোর কিশোরী দের বিভিন্ন সমস্যা হলে অন্বেষাতে রেফার করে। শুধু বাল্যবিবাহ বন্ধ নয় সমাজ সচেতনতায় মিশন নির্মল বাংলা, পার্লস পোলিও টিকাকরন সহ বিভিন্ন কাজে অংশ গ্রহন করে যাতে সমাজের শিশুরা ভালো থাকে।
মা, সারভানু বিবি দুই ছেলে দুই মেয়ে কোন রকম এ সংসার চালায়। সুমি খাতুন বর্তমানে শক্তিপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। একাদশ শ্রেনীতে পড়ে।
সুমি খাতুন কে বীরঙ্গণা পুরস্কারে সম্মানিত করলেন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা আয়োগ
সুমি খাতুন কে বীরঙ্গণা পুরস্কারে সম্মানিত করলেন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা আয়োগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram