ভারতীয় ব্যাটসম্যান অম্বাতি রায়ুডুর মেন্টরশিপে বৃহস্পতিবার ইংল্যাল্ডে শেষ হওয়া প্রো-কোচ ইয়র্কশায়ার ক্রিকেট অ্যাকাডেমি অনুর্ধ্ব-১৭ আন্তর্জাতিক প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণে জয়ী হল চেন্নাই সুপার কিংস-এর জুনিয়র দল। সেখানে টি-২০ ও ৫০ ওভার–উভয় টুর্নামেন্টেই জয়ী হয় ‘বয়েজ ইন ইয়েলো’। ১৫-দিনের সফরে, ১১টির মধ্যে ১০টি ম্যাচ জেতে জুনিয়র সিএসকে।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ইংল্যান্ডের বিভিন্ন দল। জুনিয়র সিএসকে দলের সঙ্গে সফরে গিয়েছিলেন কোচ তথা প্রাক্তন তামিলনাড়ু অধিনায়ক এ শরথ এবং মেন্টর হিসেবে ছিলেন রায়ুডু।