রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাহাদিনগর এলাকার বাসিন্ধা গোপাল মন্ডল (37) নামে এক ব্যাক্তি ইলেকট্রিক এর কাজ করতে গিয়ে শক খেয়ে মারা যাই l সেই ব্যাক্তি রঘুনাথগঞ্জ ইলেকটিক অফিসের অস্থায়ী কর্মী ছিলেন l গোপাল মন্ডল শনিবার অফিসের কাজে মহম্মদপুর এলাকায় কাজে গিয়ে এই ঘটনা ঘটে l পরবর্তীতে তাকে জঙ্গিপুর মহকুমা হসপিটালে ভর্তি করা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে l এর পর ইলেকট্রিক ওফিসের সামনে মৃতের পরিবাররা বিক্ষোভ দেখায় পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে নিয়ন্ত্রন আনে l