কিভাবে শুরু কানাডার ডারহ্যামে দূর্গা পুজো

কিভাবে শুরু কানাডার ডারহ্যামে দূর্গা পুজো । পুজোয় দেশ থেকে অনেক দূরে থাকা মানুষগুলোর বাড়ির জন্য মন কেমন করলেও উপায় ছিল না দেশে ফেরার। সেই মন খারাপ থেকেই দুর্গাপুজোর আয়োজন করে ফেলল কানাডার ডারহ্যামের বাঙালিরা। এক বছর আগে এক বিকেলে চায়ের কাপের আড্ডায় পুজো, কাশবন, ঢাকের বাদ্যি, পুজোর হুল্লোড় মনে আসাতেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, “চল এবার আমরাও পুজো করি।” তো যেমন ভাবা তেমনই কাজ।

 

ধুমধামের সঙ্গে প্রবাসী বাঙালিরা পুজোর আয়োজন করে ফেললেন। নাম দেওয়া হল আগমনী কালাচারাল অ্যাসোসিয়েশন। দ্বিতীয় বার পুজোর আয়োজন করেছেন তাঁরা। কুমারটুলি থেকে সুন্দর প্রতিমার বায়না দেওয়া হয়েছিল। সেই প্রতিমাতেই এ বারও পুজো হবে । স্থানীয় পুরোহিত পাওয়া গিয়েছে। বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ করেই পুজো করবেন তিনি। তবে বাংলার মতো ৫ দিনের পুজো নয়।

 

সেপ্টেম্বরের ২৪ ও ২৫ তারিখ পুজো সারতে চলেছেন ডারহামের বাঙালিরা। নিষ্ঠার সঙ্গেই হচ্ছে দ্বিতীয়বারের দুর্গাপুজো। চেষ্টা হয়েছে কোথাও কোনও ত্রুটি যাতে না থাকে। পুজো উপলক্ষে থাকবে বিশেষ খাবারের আয়োজন। এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হচ্ছে । এই পুজোর প্রথম দিনের ভোগের মেনুতে থাকবে , খিচুড়ি, আলু ফুলকপির তরকারি, লাবড়া ও চাটনি। আর একদিন থাকবে , পোলাও, পনিরের তরকারি, আলু ফুলকপির তরকারি, চাটনি। এ ছাড়া পঞ্চব্যাঞ্জন তো থাকবেই  ।

আরও পড়ুন – থার্মোকলের অভাবে বিপাকে মন্ডপ সজ্জার শিল্পীরা

উল্লেখ্য, পুজোয় দেশ থেকে অনেক দূরে থাকা মানুষগুলোর বাড়ির জন্য মন কেমন করলেও উপায় ছিল না দেশে ফেরার। সেই মন খারাপ থেকেই দুর্গাপুজোর আয়োজন করে ফেলল কানাডার ডারহ্যামের বাঙালিরা। এক বছর আগে এক বিকেলে চায়ের কাপের আড্ডায় পুজো, কাশবন, ঢাকের বাদ্যি, পুজোর হুল্লোড় মনে আসাতেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, “চল এবার আমরাও পুজো করি।” তো যেমন ভাবা তেমনই কাজ।

 

ধুমধামের সঙ্গে প্রবাসী বাঙালিরা পুজোর আয়োজন করে ফেললেন। নাম দেওয়া হল আগমনী কালাচারাল অ্যাসোসিয়েশন। দ্বিতীয় বার পুজোর আয়োজন করেছেন তাঁরা। কুমারটুলি থেকে সুন্দর প্রতিমার বায়না দেওয়া হয়েছিল। সেই প্রতিমাতেই এ বারও পুজো হবে । স্থানীয় পুরোহিত পাওয়া গিয়েছে। বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ করেই পুজো করবেন তিনি। তবে বাংলার মতো ৫ দিনের পুজো নয়।