ফসলি জমির বেড়া ভেঙে দেওয়ার প্রতিবাদ করায় এক সিভিক ভলেন্টিয়ার কে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গাজোল থানার পান্ডুয়া অঞ্চলের আদিনা গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম উজ্জ্বল মণ্ডল(৩৪)। সে গাজোল থানায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্ত জিতু মন্ডল এবং ফণিভূষণ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের গাজোল থানায়। জানা গিয়েছে, কাজের ফাঁকে সিভিক ভলেন্টিয়ার উজ্জল মন্ডল তার বাড়ির কাছেই একটি জায়গাতে ফসল চাষ করতেন। সেই জমির বেড়া ভেঙ্গে দেয় অভিযুক্তরা বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করতেই লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেয় হয় উজ্জ্বল মন্ডলের বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।