ফিরে দেখা ২০২১ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

ফিরে দেখা ২০২১ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ । ২০২১ সাল আয়োজিত সংস্করণটি ছিল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ২৬তম সংস্করণ। স্পেনের হুইলভায় আয়োজিত হয়েছিল গত বারের সংস্করণ। ৪৯টি দেশ থেকে ৩২২ জন প্রতিযোগী গত বছর এই ইভেন্টে অংশ গ্রহণ করেছিল। ২০২১-এ পদক তালিকার শীর্ষে শেষ করেছিল জাপান। মোট পাঁচটি পদক জিতেছিল জাপান যার মধ্যে ছিল দু’টি সোনা, একটি রূপো এবং দু’টি ব্রোঞ্জ।

 

দ্বিতীয় পজিশনে ছিল চিন। চারটি পদক পেয়েছিল চিন যার মধ্যে ছিল একটি সোনা। একটি করে সোনা নিয়ে তৃতীয় স্থানে যৌথ ভাবে শেষ করে ছিল সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। মহিলাদের সিঙ্গলসে জাপানের হয়ে সোনা জেতেন আকানে ইয়ামাগুচি, পুরুষদের ডবলসে সোনা জেতেন তাকুরো হকি, ইউগো কোবায়াশি। প্রতিযোগীতার ২৬তম সংস্করণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পঞ্চম স্থানে শেষ করেছিল ভারত। উভয় দেশই একটি রূপো এবং একটি ব্রোঞ্জ, মোট দু’টি পদক পেয়েছিল। কিদাম্বি শ্রীকান্ত রূপো পেয়েছিলেন ভারতের হয়ে এবং তরুণ সাটলার লক্ষ্য সেন ব্রোঞ্জ জিতেছিলেন।

আরও পড়ুন – তুরস্কে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৩২

উল্লেখ্য, ২০২১ সাল আয়োজিত সংস্করণটি ছিল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ২৬তম সংস্করণ। স্পেনের হুইলভায় আয়োজিত হয়েছিল গত বারের সংস্করণ। ৪৯টি দেশ থেকে ৩২২ জন প্রতিযোগী গত বছর এই ইভেন্টে অংশ গ্রহণ করেছিল। ২০২১-এ পদক তালিকার শীর্ষে শেষ করেছিল জাপান। মোট পাঁচটি পদক জিতেছিল জাপান যার মধ্যে ছিল দু’টি সোনা, একটি রূপো এবং দু’টি ব্রোঞ্জ।

 

দ্বিতীয় পজিশনে ছিল চিন। চারটি পদক পেয়েছিল চিন যার মধ্যে ছিল একটি সোনা। একটি করে সোনা নিয়ে তৃতীয় স্থানে যৌথ ভাবে শেষ করে ছিল সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। মহিলাদের সিঙ্গলসে জাপানের হয়ে সোনা জেতেন আকানে ইয়ামাগুচি, পুরুষদের ডবলসে সোনা জেতেন তাকুরো হকি, ইউগো কোবায়াশি। প্রতিযোগীতার ২৬তম সংস্করণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পঞ্চম স্থানে শেষ করেছিল ভারত। উভয় দেশই একটি রূপো এবং একটি ব্রোঞ্জ, মোট দু’টি পদক পেয়েছিল। কিদাম্বি শ্রীকান্ত রূপো পেয়েছিলেন ভারতের হয়ে এবং তরুণ সাটলার লক্ষ্য সেন ব্রোঞ্জ জিতেছিলেন।