খেজুরির সভা থেকে সিপিএমকে বার্তা শুভেন্দু অধিকারীর।ইউরোপিয়ান মেডিটারনিয়ান সিসমোলজিকাল সেন্টার এই ভূমিকম্পের খবর দেয়৷ অন্যদিকে মার্কিন সংস্থাগুলি ইতিমধ্যেই এই প্রবল ভূমিকম্পের জেরে সুনামির অ্যালার্ট জারি করেছে৷এদিকে এই একই এলাকায় দিন পনেরো আগে মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠেছিল।এদিকে এই একই এলাকায় দিন পনেরো আগে মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠেছিল।
সেই সময়ে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯৷ যা মিন্দানো এলাকাতেই হয়েছিল৷আজকের এই ভূমিকম্প মাটির তলায় ৬৩ কিমি গভীর থেকে এসেছিল৷