রাতারাতি কোটিপতি লটারি বিক্রেতা সিরাজুল।

বছর দশেক ধরে লটারি বিক্রি করেন সিরাজুল । তার দিন গুজারন হয় লটারি বিক্রি করেই। কিন্তু দিনের শেষে টিকিট অবিক্রীত থেকে যাওয়ায় ভাগ্যকে দুষতে থাকেন তিনি। কারণ এই লটারির টিকিট বিক্রি থেকেই তার রুজিরুটি চলতে থাকে। কিন্তু তার নিয়তি অনেক বড় কিছু তৈরি করে রেখেছে ।সিরাজুলের লটারির হাত ধরে অনেকের ভাগ্য ফিরেছে। তবে তিনি যে কোনওদিন লটারির জিতবেন সেটা কখনও ভাবতে পারেননি তিনি।প্রতিদিনের সেই অবিক্রীত লটারি দেখে মন খারাপ হলেও । এদিনের সেই অবিক্রীত লটারি নিজের জন্য রেখে দেন তিনি।অন্যান্য দিনের মতোই লটারি মিলিয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তেলিপাড়ার লটারি বিক্রেতা সিরাজুল ইসলাম। সেই টিকিট থেকেই পুরো ১ কোটি টাকার পুরষ্কার পেয়েছেন সিরাজুল।

অন্যান্য দিনের মতোই টিকিট বিক্রি শেষ করে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলেকে বিষয়টি জানান।বাড়ির সবাই খুশি হলেও আনন্দিত হ‌ওয়ার বদলে সেদিন সবাই ভয় পেয়ে যান । বিষয়টি কাকে জানাবেন বুঝতে পারছিল না‌। এরপর স্থানীয় পঞ্চায়েত ও প্রতিনিধিদের বিষয়টি জানান সিরাজুল ।তাদের পরামর্শে থানায় গিয়ে টিকিট জমা করে তিনি। তারপর সন্ধ্যায় দোকানে ফিরে বিষয়টি সকলকে প্রকাশ করেন।কোটি টাকার আনন্দে সামিল হন আত্মীয় পরিজনরাও।বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করিয়ে চলে সেলিব্রেশন। সিরাজুল ইসলাম জানান, ” প্রথমে খুব ভয় পেয়েছিলাম তাই কাউকে জানানোর সাহস পাইনি, অবশেষে আজ পুলিশের কাছে টিকিট জমা করে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম।” পুলিশের তরফেও তাকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। লটারির জেতা টাকা দিয়ে নিজের বাড়ি বানাবেন। এবং ছেলেদের ভবিষ্যতের জন্য সেই টাকা ব্যয় করবে বলে জানিয়েছেন তিনি।