ইউক্রেনের রাষ্ট্রীয় এয়ার ট্রাফিক সার্ভিস দেশটির আকাশপথ বন্ধ করে দিয়েছে। দেশটিতে রাশিয়ার আক্রমণের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। কিয়েভের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে সিভিল এভিয়েশনের জন্য বিমান চলাচলের নিরাপত্তার উচ্চ ঝুঁকির কারণে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। আইরিশ পরিবহন সংস্থা রায়ান এয়ার জানিয়েছে, কমপক্ষে পরবর্তী ১৪ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে তারা।
এর আগে ইউক্রেনের ডোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক যে সময় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পুতিনকে থামানোর জন্য বৈঠক শুরু হয়েছে, আজ বৃহস্পতিবার একই সময়ে ইউক্রেনের অভিযানের ঘোষণা দেন পুতিন। এদিকে ইউক্রেনে ঢোকা প্রায় ৫০ জন রুশ সেনাকে হত্যা করা হয়েছে এবং চারটি রুশ ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘খারকিভ শহরের বাইপাস রোডে চারটি রুশ ট্যাংক পুড়িয়ে দেওয়া হয়েছে।’ বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও বলেছে, ‘শচাস্টিয়া শহরে প্রায় ৫০ জন রুশ হাদানার নিহত হয়েছে।’ এ ছাড়া ক্রামাতোর্স্ক শহরের কাছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার একটি উড়োজাহাজ ভূপাতিত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আর ও পড়ুন প্রতিবন্ধী পরিবারের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ
অন্যদিকে, ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর বোমা হামলায় সাত জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের পুলিশ। ইউক্রেনের পুলিশ কর্মকর্তারা বলছেন—সে দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসার বাইরে পোডিলস্ক এলাকায় একটি সামরিক ইউনিটে রুশ হামলায় ছয় জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। এ ছাড়া হামলার পরে নিখোঁজ রয়েছেন ১৯ জন। আর মারিউপোল শহরে হামলায় এক জনের মৃত্যু হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়া দাবি করছে—ইউক্রেনের বিমানঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য,ইউক্রেনের রাষ্ট্রীয় এয়ার ট্রাফিক সার্ভিস দেশটির আকাশপথ বন্ধ করে দিয়েছে। দেশটিতে রাশিয়ার আক্রমণের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। কিয়েভের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে সিভিল এভিয়েশনের জন্য বিমান চলাচলের নিরাপত্তার উচ্চ ঝুঁকির কারণে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। আইরিশ পরিবহন সংস্থা রায়ান এয়ার জানিয়েছে, কমপক্ষে পরবর্তী ১৪ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে তারা।
এর আগে ইউক্রেনের ডোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক যে সময় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পুতিনকে থামানোর জন্য বৈঠক শুরু হয়েছে, আজ বৃহস্পতিবার একই সময়ে ইউক্রেনের অভিযানের ঘোষণা দেন পুতিন। এদিকে ইউক্রেনে ঢোকা প্রায় ৫০ জন রুশ সেনাকে হত্যা করা হয়েছে এবং চারটি রুশ ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।