বিনোদন – দীর্ঘ অসুস্থতার পর রবিবার প্রয়াত হয়েছেন বিন্দু ঘোষ । বয়স হয়েছিল ৭৬ বছর। তামিল ও তেলুগু ছবির পরিচিত মুখ ছিলেন তিনি। কমেডির বাজারে যখন রীতিমতো দাপট চালাচ্ছেন পুরুষ কৌতুক অভিনেতারা, সে সময় আবির্ভাব হয় বিন্দুর। পারফেক্ট কমেডি টাইমিং, মুখভঙ্গির মধ্যে দিয়ে অল্পদিনের মধ্যেই সবার মন জয় করে নেন তিনি।
১৯৬০ সালে ‘কালাথুর কান্নামা’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। ছবিতে ছিলেন কমল হাসান। কমেডির পাশাপাশি দুর্দান্ত নৃত্যশিল্পী ছিলেন বিন্দু।
বিখ্যাত সব অভিনেতার বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। এঁদের মধ্যে রয়েছেন রজনীকান্ত, বিজয়কান্ত সহ অনেকেই। স্থূলকায় ছিলেন বিন্দু। আর এই শারীরিক গঠনকে নিজের ইউএসপি বানিয়েছিলেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘কোজি কুভুথু’, ‘উরুভঙ্গল মারালাম’, ‘ডাউরি কল্যানম’ ইত্যাদি। বিগত বেশ কিছু বছর ধরেই অসুস্থ ছিলেন বিন্দু। সরে এসেছিলেন অভিনয় জগৎ থেকেও। তাঁর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
