করোনা আক্রান্ত নোবেল জয়ী অমর্ত্য সেন, আইসোলেশনে রয়েছেন শান্তিনিকেতনের বাড়িতে। মাঝে কিছুটা সময় করোনার বাড়বাড়ন্ত কমলেও ফের মাথাচাড়া দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নিজের শান্তিনিকেতনের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে ডাক্তাদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সূত্রের খবর, ১ জুলাই থেকে শান্তিনিকেতনে নিজের বাড়িতে রয়েছেন অমর্ত্য সেন। তার আগে করোনার কারনে শান্তিনিকেতনে আসা হয়নি তার। তাই এবার করোনার প্রভাব খানিকটা কমতেই এসেছিলেন পৈত্রিক বাড়িতে। আর সেখানেই তিনি করোনা আক্রান্ত হন।
আরও জানা গেছে, শনিবার তার শান্তিনিকেতন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবার কথা ছিল। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। আবার ১০ জুলাই অর্থাৎ আগামী কাল লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কোভিড মাঝপথে বাধ সাধল। কোভিডের সাথে তার বয়সজনিত কারণে কিছু শারীরিক সমস্যা রয়েছে। সব মিলিয়ে, ৮৮ বছর বয়সী নোবেল জয়ীকে চিন্তিত প্রত্যেকেই। অন্যদিকে, দেশের পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে চতুর্থ ঢেউ নিয়েও একটা আশঙ্কা তৈরি হয়েছে। শনিবারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪০ জন। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের।
আরও পড়ুন – ইদ -উল- আযহা উপলক্ষ্যে ভারত- বাংলাদেশ বৈদেশিক বানিজ্য স্থগিত সপ্তাহব্যাপী
উল্লেখ্য, মাঝে কিছুটা সময় করোনার বাড়বাড়ন্ত কমলেও ফের মাথাচাড়া দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নিজের শান্তিনিকেতনের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে ডাক্তাদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সূত্রের খবর, ১ জুলাই থেকে শান্তিনিকেতনে নিজের বাড়িতে রয়েছেন অমর্ত্য সেন। তার আগে করোনার কারনে শান্তিনিকেতনে আসা হয়নি তার।
তাই এবার করোনার প্রভাব খানিকটা কমতেই এসেছিলেন পৈত্রিক বাড়িতে। আর সেখানেই তিনি করোনা আক্রান্ত হন। আরও জানা গেছে, শনিবার তার শান্তিনিকেতন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবার কথা ছিল। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। আবার ১০ জুলাই অর্থাৎ আগামী কাল লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কোভিড মাঝপথে বাধ সাধল। কোভিডের সাথে তার বয়সজনিত কারণে কিছু শারীরিক সমস্যা রয়েছে। সব মিলিয়ে, ৮৮ বছর বয়সী নোবেল জয়ীকে চিন্তিত প্রত্যেকেই। অন্যদিকে, দেশের পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়।