মেদিনীপুর ছাত্রসমাজের উদ্যোগে আচার্য্য প্রণাম অনুষ্ঠান। সামাজিক সংগঠন মেদিনীপুর ছাত্রসমাজের উদ্যোগে অষ্টম বর্ষ আচার্য্য প্রনাম অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের চার্চ স্কুলের কমিউনিটি হলে। এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজন কৃতী ব্যক্তিকে ছাত্রসমাজের পক্ষে “সর্বপল্লী সম্মাননা” তে সম্মানিত করা হয়। পাশাপাশি শতাধিক শিক্ষক-শিক্ষিকাকে সম্মানিত করা হয়।
এবারের অনুষ্ঠানে “সর্বপল্লী সম্মাননা” পান প্রাক্তন প্রধান শিক্ষক,কাটুমকুটুমের অন্যতম প্রাণপুরুষ, চিত্রশিল্পী,নদী আন্দোলনের নেতৃত্ব প্রয়াত মৃত্যুঞ্জয় পাল(মরনোত্তর),কুড়মালী ভাষার অবিসংবাদিত রক্ষাকর্তা ও অসংখ্য ঝুমুর গানের গীতিকার ছত্রমোহন মাহাত, কোল আন্দোলনের নেতা ও হো ভাষার স্বীকৃতির জন্য লড়াই আন্দোলনের প্রাণপুরুষ কার্তিক বাঁআদা, ভারতের প্রথম লোধা শবর সমাজের স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত মহিলা রমনীতা শবর,দীর্ঘ তিন দশক ধরে প্রান্তিক জনগোষ্ঠীর মেয়েদের জন্য অন্ন,বস্ত্র,বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে হোম পরিচালনাকারী প্রদীপ মাহাতো, “মেদিনীপুরের হসপিটাল ম্যান” নামে খ্যাত বিশিষ্ট সমাজকর্মী পঙ্কজ পাত্র।
আরও পড়ুন – এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক কুমারেশ ঘোষ,প্রাক্তন প্রধান শিক্ষিকা ও লেখিকা নূপুর ঘোষ, মেদিনীপুর চার্চ স্কুলের ফাদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ছাত্রসমাজের সম্পাদক অনিমেষ প্রামাণিক বলেন, সকলের সাহায্য সহানুভূতি ভালোবাসাকে পাথেয় করে তাঁদের কর্মযজ্ঞ এগিয়ে চলবে। ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, তাঁদের গুরুপ্রণাম সমাজের সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করুক আর সমাজ সঠিক পথে অগ্রসর হোক এটাই তাঁদের প্রত্যাশা।
উল্লেখ্য, মেদিনীপুর ছাত্রসমাজের উদ্যোগে আচার্য্য প্রণাম অনুষ্ঠান। সামাজিক সংগঠন মেদিনীপুর ছাত্রসমাজের উদ্যোগে অষ্টম বর্ষ আচার্য্য প্রনাম অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের চার্চ স্কুলের কমিউনিটি হলে। এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজন কৃতী ব্যক্তিকে ছাত্রসমাজের পক্ষে “সর্বপল্লী সম্মাননা” তে সম্মানিত করা হয়। পাশাপাশি শতাধিক শিক্ষক-শিক্ষিকাকে সম্মানিত করা হয়।
আচার্য্য প্রণাম অনুষ্ঠান