আন্তর্জাতিক সন্মানে ভূষিত হতে চলেছেন পুলিশ সুপার, সংবর্ধনা দিলেন মন্ত্রী । আন্তর্জাতিক সম্মানে ভূষিত হতে চলেছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। শনিবার বর্ধমানের জেলাশাসকের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের যোগ দিতে এসে জেলা পুলিশ সুপার কামনাশিষ সেনকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।
স্বপন দেবনাথ জানান, বর্ধমান থেকে এই প্রথম কেউ বিশ্বমানের পুরস্কার নিয়ে আসবেন তাকে তো শুভেচ্ছা জানানোই উচিত। তাই আজকের এই সংবর্ধনা সভা। এইদিনের এই সংবর্ধনা সভায় মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা। তারা প্রত্যেকেই পুলিশ সুপারকে এই আন্তর্জাতিক সম্মানের জন্য আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আরও পড়ুন – রাজ্য বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে ইকো পার্ক থানায় ডেপুটেশন জমা
উল্লেখ্য, বর্ধমান থেকে এই প্রথম কেউ আন্তর্জাতিক স্তরের সম্মান পেতে চলেছেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের তিনিই একমাত্র পুলিশ অধিকারিক যিনি এই আন্তর্জাতিক স্তরের পুরস্কার পেতে চলেছেন। বিশ্বের ১৩০০ জন পুলিশকর্তার উপর বিচার করে মার্কিন যুক্তরাষ্ট্রের আইসিএপির উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের একটি প্যানেল দ্বারা কামনাশিষ সেনকে ২০২২ সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ চিফ অফ পুলিশ সম্মানের জন্য মনোনীত করা হয়েছে।
আইসিএপির তরফ থেকে জানানো হয়েছে কাজের প্রতি নিষ্ঠা এবং অভাবনীয় কাজের জন্যই তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আগামী ১৭ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে তাকে এই সম্মানে ভূষিত করা হবে। এদিকে পুলিশ সুপারের এই আন্তর্জাতিক পুরস্কার ও সম্মানে খুশীর আবহ পুলিশ মহলে। খুশীর আমেজ বর্ধমানবাসীর মধ্যেও। আন্তর্জাতিক সন্মানে