আলমারির ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হল। ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম ভারতী ধারা(৬২)। স্থানীয় সূত্রে শ্যামবাবুর ঘাটের কাছে স্বামী কাশীনাথ
ধারাকে নিয়ে থাকেন ভারতী ধারা। একটি ছোট্ট টিনের ঘরে থাকেন দুজনে। কাশীনাথ সেই অর্থে কিছুই করে না। ভারতীদেবী পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। অভিযোগ প্রতিদিনই স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মদ খেতো কাশীনাথ। সেই নিয়ে সংসারে চলত অশান্তি।
গত পরশু দিন সকালে শেষবার ভারতীদেবীকে স্থানীয়রা দেখতে পান। আজ পাশেই থাকা ভারতীদেবীর ছেলে বিশ্বনাথ ধারা মা-বাবার ঘরে ঢোকে। ছেলের ক্যাটারিং ব্যবসার মালপত্র থাকে সেখানে। বিশ্বনাথ আলমারি খুলতেই মায়ের মৃতদেহ ভিতর থেকে মেঝেতে পরে যায় বলে অভিযোগ। মৃতার আত্মীয়দের দাবী কাশীনাথই স্ত্রীকে খুন করে আলমারিতে ভরে রেখেছিল। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। এলাকায় উত্তেজিত জনতাদের ভিড়।
আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন
উল্লেখ্য, আলমারির ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হল। ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম ভারতী ধারা(৬২)। স্থানীয় সূত্রে শ্যামবাবুর ঘাটের কাছে স্বামী কাশীনাথ ধারাকে নিয়ে থাকেন ভারতী ধারা। একটি ছোট্ট টিনের ঘরে থাকেন দুজনে। কাশীনাথ সেই অর্থে কিছুই করে না। ভারতীদেবী পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। অভিযোগ প্রতিদিনই স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মদ খেতো কাশীনাথ। সেই নিয়ে সংসারে চলত অশান্তি।
গত পরশু দিন সকালে শেষবার ভারতীদেবীকে স্থানীয়রা দেখতে পান। আজ পাশেই থাকা ভারতীদেবীর ছেলে বিশ্বনাথ ধারা মা-বাবার ঘরে ঢোকে। ছেলের ক্যাটারিং ব্যবসার মালপত্র থাকে সেখানে। বিশ্বনাথ আলমারি খুলতেই মায়ের মৃতদেহ ভিতর থেকে মেঝেতে পরে যায় বলে অভিযোগ। মৃতার আত্মীয়দের দাবী কাশীনাথই স্ত্রীকে খুন করে আলমারিতে ভরে রেখেছিল। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। এলাকায় উত্তেজিত জনতাদের ভিড়।