উন্নততর স্বাস্থ্য পরিষেবায় কয়েকধাপ এগিয়ে গেলো শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ। এলাকার স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী ১৭ই অক্টোবর থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। রবিবার বিকালে সেই হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখলেন দেশের রোবটিক সার্জারির জনক তথা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এর সম্পাদক ডা.জে.এস. রাজকুমার। অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নতুন হাসপাতাল গড়ে উঠছে।
গড়ে উঠছে একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, এমনটাই জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সিওও অয়ন চক্রবর্তী। যে কোনো মেডিকেল কলেজে, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ অংশ। মেডিকেল কলেজে যেমন ডাক্তারি শিক্ষা দেওয়া হয় ঠিক সেভাবে তাদের হাতে কলমে শিক্ষা দেওয়া ও মানুষকে সুচিকিৎসা পরিষেবা দেবার জন্য হাসপাতালও খুব প্রয়োজন। রাজ্য সরকারের বোলপুর মহকুমা হাসপাতাল বর্তমানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক অবিচ্ছেদ্য অঙ্গ।
স্বাস্থ্য পরিষেবার আরো অনেক দিক রয়েছে যার চিকিৎসা বর্তমানে সরকারি হাসপাতালে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। সেই অভাব মেটাতেই ও অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষকে পৌঁছে দেবার লক্ষ্যে নবরূপে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল পথচলা শুরু করছে। পাশাপাশি এখানে দেশ বিদেশের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের, সরকার ও ডাক্তারদের সহযোগিতায় বিনামূল্যে সুচিকিৎসা দেবার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন – অর্থের অভাবে থমকে গিয়েছে চিকিৎসা! মৃত্যুর মুখে দাঁড়িয়ে ৩মাসের এক শিশু কন্যা
এদিন ডা জে.এস. রাজকুমার বলেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ভাবে অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষাদান করার কাজ চলছে, সেই ভাবেই বিশ্বের সেরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা এখানে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমাদের মূল লক্ষ্য মানুষকে সুচিকিৎসা পৌঁছে দেওয়া। পাশাপাশি তিনি জানান, আগামী দুই বছরের মধ্যেই প্রস্তাবিত ১১০০ বেডের অত্যাধুনিক হাসপাতালও গড়ে উঠবে।
আমাদের বিশ্বাস যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালকে কেন্দ্র করে আগামী দিনে এই অঞ্চলে একটি স্বাস্থ্য উপনগরী গড়ে উঠতে চলেছে বলে জানালেন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট।
শান্তিনিকেতন মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে এই অত্যাধুনিক হাসপাতালের পরিকাঠামো গড়ে তুলতে দেশ বিদেশের যে সমস্ত চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে, ডা. জে.এস. রাজকুমার তাদের মধ্যে অন্যতম। এলাকার স্বাস্থ্য