একই পঞ্চায়েতের তিনটি পৃথক এলাকায় সজল ধারা প্রকল্পের সজল ধারার শুভ উদ্বোধন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতে নির্বাচনের আগে পঞ্চায়েতের পরিকাঠামো যাতে ঠিকঠাক থাকে এবং মানুষ যাতে সমস্ত কিছু সুবিধা পায় সেই দিকেই মরিয়া রাজ্যের শাসক দল। আজ শান্তিপুর ব্লকের বাগ আঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি সংসদের তিনটি পৃথক এলাকায় সজল ধারা প্রকল্পের সজল ধারার শুভ উদ্বোধন করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
যদিও সাথে ছিলেন ব্লক তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ব্লকের নিচু স্তরের কর্মীরাও। যদিও সজল ধারা প্রকল্পের শুভ উদ্বোধনের শেষে ওই গ্রাম পঞ্চায়েতের একাধিক কৃষি এলাকা গুলিতে পরিদর্শনে যান বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, এরপর কথা বলেন কৃষকদের সাথে। শোনেন তাদের অভাব অভিযোগ। কৃষি জমি গুলিতে জল ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা এবং কল গুলি কি অবস্থায় রয়েছে তা জানার চেষ্টা করেন কৃষকদের কাছ থেকে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
তবে একই গ্রাম পঞ্চায়েতের তিনটি পৃথক এলাকায় তিনটি সজল ধারা নির্মাণ হওয়াতে খুশি ওই গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী সাধারণ মানুষ। বিধায়ক জানিয়েছেন এখান থেকে মানুষ তাদের পরিশোধিত পানীয় জল নিয়ে যেতে পারবেন এই নির্মাণ হওয়া সজল ধারা থেকে, যা চব্বিশ ঘন্টা পরিষেবার জন্য খোলা থাকবে এই গ্রামের মানুষের জন্য।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতে নির্বাচনের আগে পঞ্চায়েতের পরিকাঠামো যাতে ঠিকঠাক থাকে এবং মানুষ যাতে সমস্ত কিছু সুবিধা পায় সেই দিকেই মরিয়া রাজ্যের শাসক দল। আজ শান্তিপুর ব্লকের বাগ আঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি সংসদের তিনটি পৃথক এলাকায় সজল ধারা প্রকল্পের সজল ধারার শুভ উদ্বোধন করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। যদিও সাথে ছিলেন ব্লক তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ব্লকের নিচু স্তরের কর্মীরাও।
যদিও সজল ধারা প্রকল্পের শুভ উদ্বোধনের শেষে ওই গ্রাম পঞ্চায়েতের একাধিক কৃষি এলাকা গুলিতে পরিদর্শনে যান বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, এরপর কথা বলেন কৃষকদের সাথে। শোনেন তাদের অভাব অভিযোগ। কৃষি জমি গুলিতে জল ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা এবং কল গুলি কি অবস্থায় রয়েছে তা জানার চেষ্টা করেন কৃষকদের কাছ থেকে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তবে একই গ্রাম পঞ্চায়েতের তিনটি পৃথক এলাকায় তিনটি সজল ধারা নির্মাণ হওয়াতে খুশি ওই গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী সাধারণ মানুষ।