কদম্বগাছি অঞ্চলের তৃণমূলের রক্তদান অনুষ্ঠানে আমন্ত্রণ পেল না অঞ্চল তৃনমুল সভাপতি!!

কদম্বগাছি অঞ্চলের তৃণমূলের রক্তদান অনুষ্ঠানে আমন্ত্রণ পেল না অঞ্চল তৃনমুল সভাপতি!!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কদম্বগাছি অঞ্চলের তৃণমূলের রক্তদান অনুষ্ঠানে আমন্ত্রণ পেল না অঞ্চল তৃনমুল সভাপতি!! ১৩ই নভেন্বর রবিবার উওর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরের ৩৭ নম্বর পাটের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ১ম বর্ষ স্বেচ্ছা রক্তদান শিবির।পুরুষ মহিলা মিলে স্বেচ্ছা রক্তদান করেন প্রায় ৫০জনের মত।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদম্বগাছি অঞ্চলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, প্রাক্তন প্রধান,ও প্রাক্তন সদস্যরা এবং বারাসাত ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃনমূল কংগ্রেসের এক গোষ্ঠী। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কার করতে আমন্ত্রিত অতিথি হিসেবে মাইকে যাদের নাম ঘোষণা শোনা গেছিল তাদের মধ্যে হলেন বারাসাত সাংসদ তথা উত্তর ২৪ পরগনার বারাসাত সংসদীয় জেলার তৃনমুল কংগ্রেস সভাপতি ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল,

 

বারাসাত ১নম্বর ব্লক তৃণমূল সভাপতি রবিউল ইসলান, উত্তর ২৪ পরগনা বারাসাত সংসদীয় জেলার যুব তৃনমুল সভাপতি অভিজিৎ নন্দী, দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমান, এছাড়াও আরো অনেকে । যদিও এইসব আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠান মঞ্চে দেখা যায়নি। তবে যে অঞ্চলের অনুষ্ঠান এই অঞ্চলের তৃনমুলের অঞ্চল সভাপতি নিজামুল কবির কে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা যায়।

 

এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করলে তিনি বলেন তাকে যারা অঞ্চল সভাপতি পদে বসিয়েছেন তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল কিন্তু তারা যখন অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি তখন কিছু মনে করার নেই কারন অঞ্চল সভাপতি পদকে তারা মান্যতা দিয়েছে বলে মনে করি। তবে ৩৭ নম্বর পাট থেকে আমন্ত্রণ না জানালেও দলের উচ্চ নেতৃত্বরা যে তার সাথে আছেন সেটাই অনেক বড়। তবে অঞ্চল সভাপতি নিজামুল কবির তিনি জানান রক্তদান মহৎ দান এই দানে স্বেচ্ছায় যারা রক্তদান করেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল কারন একজন মানুষের দান করা রক্তে যদি কোন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচে তাহলে সেখানেই মানবিকতার সার্থকতা।

আরও পড়ুন – কয়লা পাচার ও বেআইনিভাবে মজুতের অভিযোগে বীরভূমে গ্রেফতার ৬

তবে রক্তদান শিবির কে কেন্দ্র করে কদম্বগাছি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল আরও একবার প্রকাশ্যে চলে এলো তা বলার অপেক্ষা রাখে না। সামনে পঞ্চায়েত ভোট তার আগে এমন ঘটনায় বেশ চিন্তিত এলাকার মানুষ। অঞ্চল তৃনমুল সভাপতি কে বাদ দিয়ে যে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই অঞ্চলের দলীয় ভিত কতটা মজবুত সেটা বোধ হয় জেলা নেতৃত্বের ভাবা উচিত। ভাবা উচিত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের বলে মনে করেন রাজনৈতিক বিশ্লকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top