কীভাবে করবেন গণেশ পুজো? 

কীভাবে করবেন গণেশ পুজো? 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কীভাবে করবেন গণেশ পুজো?  এই শুভ দিনে গণেশ দেবতাকে ঘরে নিয়ে এসে একটি লাল রঙের কাপড়ের উপর রাখুন। তারপর তাঁর পুজো করুন। পুজোর আগে গঙ্গাজল দিয়ে গণপতির আরাধনা করুন। তারপর ফুল, দুর্বা, চন্দন দিয়ে পুজো করুন। গণপতি বাপ্পাকে তাঁর পছন্দের খাবার মোদক এবং লাড্ডু দিন।

আরও পড়ুন – বিশ্বের সেরা দাবাড়ু কে? ম্যাগনাস কার্লসেন, গ্যারি কাসপারভ, না কি ববি ফিশার? কি বললেন দিব্যেন্দু

প্রসঙ্গত, মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো। গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী হিসেবেও পরিচিত। বাড়িতে, আবাসনে, ক্লাবে, মণ্ডপে গণেশমূর্তির আরাধনা করা হয়। পুজোর কয়েকদিন সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করেন। পুজো শেষে গণেশমূর্তি ভাসান দেওয়া হয়।

আরও পড়ুন – তুরস্কে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৩২

উল্লেখ্য, কীভাবে করবেন গণেশ পুজো? এই শুভ দিনে গণেশ দেবতাকে ঘরে নিয়ে এসে একটি লাল রঙের কাপড়ের উপর রাখুন। তারপর তাঁর পুজো করুন। পুজোর আগে গঙ্গাজল দিয়ে গণপতির আরাধনা করুন। তারপর ফুল, দুর্বা, চন্দন দিয়ে পুজো করুন। গণপতি বাপ্পাকে তাঁর পছন্দের খাবার মোদক এবং লাড্ডু দিন।

 

প্রসঙ্গত, মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো। গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী হিসেবেও পরিচিত। বাড়িতে, আবাসনে, ক্লাবে, মণ্ডপে গণেশমূর্তির আরাধনা করা হয়। পুজোর কয়েকদিন সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করেন। পুজো শেষে গণেশমূর্তি ভাসান দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....