গণেশ চতুর্থীর শুভক্ষণ

গণেশ চতুর্থী অর্থাৎ গণেশের জন্ম দিন পালন।  হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্র মাসে তাঁর জন্ম। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, অগাস্ট-সেপ্টেম্বরে গণেশের জন্ম।

 

ভাদ্র মাসের শুক্ল পক্ষে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব। চলতি বছর গণেশ চতুর্থী পড়ছে ৩০ অগাস্ট রাত ৩টে ৩৩ মিনিট থেকে। শুভক্ষণ থাকবে ৩১ অগাস্ট রাত ৩টে ২২ পর্যন্ত। জানা যাচ্ছে, গণেশ পুজোর শুভ সময় সকাল ১১টা ৫ থেকে দুপুর ১টা ৩৮ পর্যন্ত।