সাঁকরাইল ব্লকের কুবদা গ্রামে পর পর তিনটি বাড়িতে বিধ্বংসী আগুন ,ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন । রবিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর কুবদা গ্রামে একই পরিবারের তিন ভাই এর বাড়িতে আগুন লেগে ভস্মীভূত পরপর তিনটি বাড়ি । ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ির সমস্ত আসবাবপত্র সহ একাধিক সরঞ্জাম , পুড়ে ছাই একটি বাইক সহ বাড়ির ধানের গোলা।রবিবার দুপুরে কুবদা গ্রামের বাসিন্দা আকুল রানা, দিলীপ রানা ও দ্বিগবিজয় রানার বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে ।
পরিবার সূত্রে জানা যায় যে রান্নাঘরে রান্না করার সময় কোন কারন বসত আগুন লেগে যায় বাড়ির চালে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পরপর তিনটি বাড়িতে। ছুটে আসে স্থানীয়রা কিন্তু রক্ষা পাওয়া যায়নি আগুন থেকে, যার ফলে ওই তিনটি বাড়িতে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির আসবাবপত্র সহ টিভি মোবাইল সহ একাধিক সরঞ্জাম আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে । রানা পরিবার সূত্রে জানা যায় জানা যায় বাড়িতে থাকা নগদ ৫০হাজার টাকাও পুড়ে ছাই হয়ে যায় আগুনে ।
আরও পড়ুন – রানাঘাটে ‘মন কি বাত’ এ উপস্থিত হয়ে শাসক দলকে নিশানা দিলীপের
ওই ঘটনার পর মাথায় হাত তিনটি পরিবারের। ওই আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সাঁকরাইল থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কি কারণে ওই তিনটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ ও দমকল আলাদাভাবে তদন্তের কাজ শুরু করেছে। তবে তিনটি বাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে । যার ফলে ওই পরিবারগুলি একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছে। সাঁকরাইল ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।