অনুব্রত সিবিআই এর জালে খবর শুনে গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার

অনুব্রত সিবিআই এর জালে খবর শুনে গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অনুব্রতর সিবিআই গ্রেপ্তারের খবর শুনে গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার৷ বৃহস্পতিবার তিনি পেট্রাপলে রাখি বন্ধন উৎসবে যোগ দিতে এসেছিলেন৷ ফেরার পথে বনগাঁ শহরে বিজেপির এক কার্যকর্তার বাড়ি বসে তিনি এই গান শোনান৷গান শুনে উৎসাহিত বিজেপি কর্মী সমর্থকেরা৷রুদ্রনীল ঘোষ বলেন আজ একটা পূর্ণ দিনে রাখি বন্ধনে আমরা সকলে মিলে বনগাঁ পেট্রাপোল সীমান্ত মিলিত হয়েছিলাম তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন টা বড় করে তুলেছিলেন আর এই বীরভূমের মাটিতে কবি ছিলেন গুরুদেব তার সাথে ছিলেন জয়দেব।তারপর জুটে গেছিলেন এই ভদ্রলোক।

 

দু:খের বিষয় উনি রাখি পড়ে যেতে পারলেন না ওদের দিদির কাছ থেকে বড্ড খারাপ লাগছে।জানি না অনুব্রত আর পার্থ দা এই রাখি উৎসব নিয়ে কি আলোচনা করবেন।আমার কার অমঙ্গল চাই না মঙ্গল চাই পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আমরা বনগাঁ পেট্রাপোল সীমান্তে এসেছি রাখি বন্ধন উৎসব পালন করতে।আমার একটাই চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলে তো এত জায়গা নেই।

আরও পড়ুন – চেতলা রাখী সংঘ ক্লাবের প্রভাত ফেরীতে অংশগ্রহণ করলেন ফিরহাদ হাকিম

এতো মানুষ হয়ে যাচ্ছে যারাগামছা বালতি ,সাইকেল এই ধরনের চুরি করে শান্তিতে জেলে আছেন তারা কোথায় জাবে।তাই.আমাদের সকলকে বলবো আপনার যারা দায়িত্বে আছেন তাদের বলবো পার্শ্ববর্তী রাজ্যগুলিতে জেলের জন্য একটু আবেদন করতে যদি এই রকম আইন থাকে।আজকে রাখি উৎসব এই পবিত্র দিনে আজকে এরকম একটা খবর বাংলাকে গৌরব করেন না।ঈশ্বর আদালত আছে এর বিচার তারাই করবে।পশ্চিমবঙ্গের জনগণ ঠিক করে নিয়েছে হাগা পেয়েছে কি করবে। আর মানুষের বিচার করবে ভোট বাক্সে। খবর শুনে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top