খাঁচায় আটকে বিশাল আকার আগজগর। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধূপগুরি ব্লকের নিরঞ্জন পাঠ এলাকায়। হাস ও মুরগি খেতে লোকালয়ে বেরিয়েছিল অজগরটি। আহার করতে গিয়ে খাচায় আটকে পড়লো প্রায় ৯ ফুটের অজগর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রবিবার সকালে মুরগি খাওয়ার আছিলায় মুরগির খাচায় ঢুকে আটকে গেল বিশাল আকার অজগর।
বাড়ির মালিক এবং স্থানীয়রা সকলে মিলে মুরগির খাঁচার দরজা বন্ধ করে দিয়ে খবর দেয় বনদপ্তরকে । ততক্ষণে অজগর দেখতে প্রচুর মানুষের ভির জমায় ।খবর দেওয়া হয় বিন্নগুড়ি বন্য প্রাণ বিভাগে , অবশেষে বন কর্মীরা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। পাঁচটি মুরগি খেয়ে ফেলে খেয়ে ফেলে বলে অভিযোগ বাড়ির মালিকের। বনদপ্তর সূত্রে খবর সাপটি কে উদ্ধারের পর গরুমারার জঙ্গলে সেটিকে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন – অর্পিতা পার্থের বন্ধ ফ্লাটে অসহায় সারমেয়রা
উল্লেখ্য, খাঁচায় আটকে বিশাল আকার আগজগর। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধূপগুরি ব্লকের নিরঞ্জন পাঠ এলাকায়। হাস ও মুরগি খেতে লোকালয়ে বেরিয়েছিল অজগরটি। আহার করতে গিয়ে খাচায় আটকে পড়লো প্রায় ৯ ফুটের অজগর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রবিবার সকালে মুরগি খাওয়ার আছিলায় মুরগির খাচায় ঢুকে আটকে গেল বিশাল আকার অজগর। বাড়ির মালিক এবং স্থানীয়রা সকলে মিলে মুরগির খাঁচার দরজা বন্ধ করে দিয়ে খবর দেয় বনদপ্তরকে ।
ততক্ষণে অজগর দেখতে প্রচুর মানুষের ভির জমায় ।খবর দেওয়া হয় বিন্নগুড়ি বন্য প্রাণ বিভাগে , অবশেষে বন কর্মীরা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। পাঁচটি মুরগি খেয়ে ফেলে খেয়ে ফেলে বলে অভিযোগ বাড়ির মালিকের। বনদপ্তর সূত্রে খবর সাপটি কে উদ্ধারের পর গরুমারার জঙ্গলে সেটিকে ছেড়ে দেওয়া হবে।