Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
খানাখন্দভরা রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ রায়গঞ্জে

খানাখন্দভরা রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ রায়গঞ্জে

খানাখন্দভরা রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ রায়গঞ্জে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খানাখন্দভরা রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৈরি রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে। সেই খানাখন্দে পড়ে প্রতিনিয়তই ঘটছে নানান দূর্ঘটনা। আহত হচ্ছে পথচারীরা। এরকম অভিযোগে শনিবার দুপুরে রায়গঞ্জের এফসিআই মোড় থেকে কাশিবাটি চলাচলের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করল স্থানীয় বাসিন্দারা।

 

তারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তায় গর্ত তৈরি হয়েছে। এই গর্তে পড়ে মানুষের হাত, পা মচকানো থেকে শুরু করে অটো, টোটো, রিক্সা, ভ্যানের ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দা বাবলি বর্মন বলেন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৈরি এই রাস্তায় নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা ঘটছে। আজও বয়স্ক একজনের হাত, পা মারাত্মক ভাবে জখম হয়েছে। এই রাস্তায় নেতা, মেম্বার, জেলার বহু মানুষ চলাচল করেন, অথচ কারোর কোনো হেলদোল নেই। তাই সকলের গোচরে আনতে আজ বাসিন্দারাই পথ আটকেছে।

আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন

এই অবরোধের কারণে এদিন রাস্তায় আটকে পড়ে বিয়ে বাড়ির গাড়ি সহ নিত্যযাত্রীরা। তাদের একজন রবি স্যানাল বলেন, এখানে দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ আছে। আমরা গাড়ি নিয়ে আটকে আছি। পীযুষ কান্তি সাহা নামে একজন বলেন, এই রাস্তা নিয়ে অভিযোগ বহুদিনের ।

 

গর্ত তৈরি হওয়ায় সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হচ্ছে। এমন খবর শুনে রায়গঞ্জ পৌরসভার ওই ওয়ার্ডের কোঅরডিনেটর নয়ন দাস বলেন, ওই রাস্তা পিডব্লুউডির। একটি জায়গায় একটা গর্ত তৈরি হয়েছে। আমরা ওই রাস্তায় হাত দিতে পারিনা। তবুও বিষয়টি নিয়ে রায়গঞ্জ পৌরসভার মুখ্য প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। খুব শিগগিরই ওই গর্ত ভরাট করে দেওয়া হবে। খানাখন্দভরা রাস্তা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top