কারাগারেই থাকবে শাহরুখ পুত্র , জামিন আবেদন খারিজ। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন আজ মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে খারিজ করা হল। আজ সকাল থেকেই মামলার দিকে চোখ ছিল সকলের। অবশেষে প্রায় ৬ ঘণ্টার শুনানির শেষে আরিয়ান খান-সহ ৩ অভিযুক্তের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করল মুম্বই ম্যাজিস্ট্রেট আদালত।
ক্রুজ পার্টিতে মাদকের মামলা নিয়ে আরিয়ান খানের সমস্যা ক্রমশ বাড়ই চলেছে। আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বলা হচ্ছে যে এখন আরিয়ানের আইনজীবীরা জামিনের আবেদন নিয়ে দায়রা আদালতে যেতে পারেন। আরিয়ান-সহ সকল আসামিকে আর্থার রোড জেলে পাঠানো হয়েছে। গত কাল বৃহস্পতিবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তার পর আরিয়ানের আইনজীবী জামিনের জন্য আজ শুক্রবারও আবেদন জানান। তবে আবেদন নাকচ হল শেষ পর্যন্ত। আপাতত জেলেই কাটাতে হবে আরিয়ানকে।
আজ আরিয়ানের মা গৌরী খানের জন্মদিন। সকলেই আশা করেছিলেন জামিনের আবেদন মঞ্জুর হবে এবং আরিয়ান মন্নতে ফিরবেন। আর সেটাই হবে গৌরীর জন্মদিনের সেরা উপহার। সতীশ মানশিন্ডে ম্যাজিস্ট্রেট আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন, যা খারিজ করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে বলা হয়েছিল যে এই মামলার শুনানি এবং জামিন নেওয়ার অধিকার তার নেই। এই বিষয়টি দায়রা আদালতের জন্য ছিল, তাই আরিয়ান এবং অন্যদের আইনজীবীদের দায়রা আদালতে যাওয়া উচিত ছিল।
এনডিপিএস আইনের অধীনে দায়রা আদালতে জামিনের আবেদন করতে হবে। পরবর্তী শুনানি হওয়া পর্যন্ত সম্ভবত মুম্বই আর্থার রোজ জেলই ঠিকানা হতে চলেছে আরিয়ানের। এমন পরিস্থিতিতে এখন সতীশ মনশিন্ডে সহ অন্যান্য আইনজীবীরা দায়রা আদালতে জামিনের আবেদন করবেন। প্রসঙ্গত, সকালে গৌরী খানের জন্মদিন উপলক্ষে আরিয়ানের বোন সুহানা বলিউড বাদশা শাহরুখ খান এবং গৌরীর ছবি পোস্ট করে মা-কে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।
উল্লেখ্য, প্রমোদতরীতে মাদককাণ্ডে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করল আদালত। বৃহস্পতিবার আরিয়ান-সহ সাত জনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
আর ও পড়ুন নুসরত জাহানের ‘পরিবর্তনের’ পুজো
মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক পার্টি থেকে আটজনকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। আরিয়ান খান ছাড়া মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জয়সওয়াল, ভিকরান্ত ছোকার, গোমিত চোপড়া এবং আরবাজ মার্চেন্টকে প্রথমে আটক এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে জেলে পাঠানো হয়। বৃহস্পতিবার মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে তোলা হয় ধৃতদের। আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডে তাঁর মক্কেলের অন্তর্বর্তী জামিন এবং পূর্ণ জামিনের জন্য আবেদন করেছিলেন। আরবাজ মার্চেন্টের আইনজীবীও জামিনের আবেদন করেছিলেন।
তবে জামিন আবেদনের বিরোধিতা করে এনসিবি-র আইনজীবী জানান, এই মামলায় ইতিমধ্যেই হেফাজতে নেওয়া এক বিদেশি নাগরিকের মুখোমুখি বসিয়ে আরিয়ানকে জেরা করতে চান তদন্তকারীরা। আরিয়ান-সহ সাত ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত।
তবে আরিয়ান খানের এনসিবি হেফাজত বাড়েনি। মামলাটি দায়রা আদালতে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেট বলেন, “যদি আপনি সহযোগিতা করতে রাজি থাকেন, তা হলে আমি আবার জামিনের শুনানি করতে প্রস্তুত।” শেষমেষ স্থির হয়, আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হবে শুক্রবার সকাল ১১টায়।