খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। খুনে অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে এবং এখনও পর্যন্ত আসামি গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাস্তায় মৃতদেহ নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। সোমবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার লিচুতলা এলাকায়।
দেহ নিয়েই কার্যত দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। টানা দেড় ঘন্টারও বেশি চলে অবরোধ বিক্ষোভ। যদিও পুলিশি আশ্বাসে উঠে অবরোধ। জানা গিয়েছে, গত ২২ তারিখ লিচুতলা গ্রামে ছেলের শ্বশুর বাড়ি গিয়েছিলেন কাবিল শেখ(৪০) নামে এক ব্যক্তি। অভিযোগ, রাত্রিবেলা ছেলের শ্বশুর অর্থাৎ মৃত কাবিল শেখের বিহাই অভিযুক্ত জিয়াউর সেখ ও তার স্ত্রী হঠাৎ মারধর করে কাবিল শেখকে।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে জঙ্গীপুর হাসপাতালে ভর্তি করেন। যদিও অবস্থা খারাপ হওয়ায় তাকে বহরমপুর ও পরে কোলকাতা স্থানান্তরিত করা হয়। ২৬ তারিখ রাতেই মারা যায় ওই কাবিল শেখ নামে ওই ব্যক্তি। রবিবার দেহ ময়নাতদন্তের পর সোমবারই বাড়ি নিয়ে আসা হয়। ঘটনার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাবিল শেখের পুত্র।
আরও পড়ুন – ফুটবলার রোনাল্ডোর দাম দেখুন কত
তার অভিযোগ, বাবাকে পিটিয়ে মেরেছে শ্বশুর বাড়ির লোকজন। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আর তারই প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে সুতি থানার লিচুতলা এলাকা। এদিকে তাদের বিরুদ্ধে খুন করার অভিযোগ উঠলেও পুরো অভিযোগ অস্বীকার করেছে জিয়াউর রহমানের পরিবার। পুলিশ জানিয়েছে,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।