গুজরাটে ‘মাচু’ নদীতে সেতু বিপর্যয়ে প্রশ্নের মুখে ‘গুজরাট মডেল’

গুজরাটে ‘মাচু’ নদীতে সেতু বিপর্যয়ে প্রশ্নের মুখে ‘গুজরাট মডেল’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গুজরাটে ‘মাচু’ নদীতে সেতু বিপর্যয়ে প্রশ্নের মুখে ‘গুজরাট মডেল’। গুজরাটের এই ভয়ংকর দুর্ঘটনায় মারা গেছেন ১৩৪ জনের মৃত্যু। মৃত্যু সংখ্যা বাড়তে পারে। এদের মধ‍্যে ৫৬ শিশু কিশোর ছিলেন।গুজরাটের মোরবি নামক জায়গা মাচু নদীর ওপর এই দুর্ঘটনা ঘটে। কে দায়ী। তাদের শাস্তি দিতে হবে। সরকারি এই উদাসীনতা কেন দেখা উচিৎ তাও। চরম নিন্দনীয়।

 

সারা দেশ জুড়ে ধিক্কার জানানো হচ্ছে। শোনা যায় সেতু কর্তৃপক্ষ দর্শকদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে চূড়ান্ত ব‍্যর্থ। আরো বড় ব‍্যাপার স্বয়ং প্রধানমন্ত্রী যখন রাজ‍্যে পরিদর্শন করছেন। সামনে গুজরাট বিধানসভা নির্বাচন। এটি যে বড় ইসু হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এই রাজ‍্যে গত ২৭ বছর ধরে শাসন করছে বিজেপি। তাই অন‍্য কাউকে দোষ দিলে হবে না। জবাব দিতে হবে বিজেপিকেই উত্তর দেবার সম্পূর্ণ দায় তাদের শিসকদের।টিকিট বিক্রি করে সেতু দেখার এই ব‍্যবস্থা সরকারি অনুমোধন ছাড়া কি সম্ভব। না সম্ভব নয়।

আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা

উল্লেখ্য, গুজরাটের এই ভয়ংকর দুর্ঘটনায় মারা গেছেন ১৩৪ জনের মৃত্যু। মৃত্যু সংখ্যা বাড়তে পারে। এদের মধ‍্যে ৫৬ শিশু কিশোর ছিলেন।গুজরাটের মোরবি নামক জায়গা মাচু নদীর ওপর এই দুর্ঘটনা ঘটে। কে দায়ী। তাদের শাস্তি দিতে হবে। সরকারি এই উদাসীনতা কেন দেখা উচিৎ তাও।

 

চরম নিন্দনীয়। সারা দেশ জুড়ে ধিক্কার জানানো হচ্ছে। শোনা যায় সেতু কর্তৃপক্ষ দর্শকদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে চূড়ান্ত ব‍্যর্থ। আরো বড় ব‍্যাপার স্বয়ং প্রধানমন্ত্রী যখন রাজ‍্যে পরিদর্শন করছেন। সামনে গুজরাট বিধানসভা নির্বাচন। এটি যে বড় ইসু হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এই রাজ‍্যে গত ২৭ বছর ধরে শাসন করছে বিজেপি। তাই অন‍্য কাউকে দোষ দিলে হবে না। জবাব দিতে হবে বিজেপিকেই উত্তর দেবার সম্পূর্ণ দায় তাদের শিসকদের।টিকিট বিক্রি করে সেতু দেখার এই ব‍্যবস্থা সরকারি অনুমোধন ছাড়া কি সম্ভব। না সম্ভব নয়। ‘মাচু’ নদীতে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top