গত বৃহস্পতিবার পানিহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এক তৃনমূল নেতা এলাকারই এক যুবতীকে চাকুরী দেবার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষন করে। অভিযোগ,ধর্ষনের পরেও অভিযুক্ত তৃনমূল নেতা ধর্ষিতাকে হুমকি ও প্রাননাশের ভয় দেখাচ্ছে। এই ঘটনার ৪৮ ঘন্টা পরও খড়দহ থানার পুলিশ অভিযুক্ত তৃনমূল নেতাকে গ্রেফতার করতে পারেনি। এদিন বিকেলে পুলিশি নিষ্কৃয়তার বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে খড়দহ থানার সামনে,গেট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও দোষীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে স্বারকলিপি পেশ করা হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে বিজেপির বিধায়িকা তথা রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পল বলেন,আমরা খড়দহ থানার আধিকারিকের সঙ্গে সক্ষাত করে দাবি জানিয়েছি সাত দিনের মধ্যে দোষী ব্যাক্তিকে গ্রেফতার করতে হবে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন অবিলম্বে দোষীকে গ্রেফতার করে যাথাযত শাস্তির ব্যবস্থা করবেন। আমরা আগামী ১২ আগষ্ট পর্যন্ত অপেক্ষা করব এব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ নেয়। যদি দেখি এরপরও অভিযুক্ত গ্রেফতার হয়নি। সেক্ষেত্রে দলগত ভাবে সিন্ধান্ত নিয়ে আগামী দিনে বিজেপি কর্মীরা ও বিশেষ করে মোহিলা মোর্চা বাহিনীকে নিয়ে সমর্গ খড়দহকে স্তব্ধ করে দেবা হুশিয়ারি দেন বেজেপি নেত্রী।
আরও পড়ুন – তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে মারধর চাকরি প্রার্থীদের
মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে কটাক্ষের শুরে তিনি বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। সে রাজ্যে মহিলারা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে। তিনি আরও তির্যক শুরে বলেন, এ রাজ্যে এখন চাকরি লুঠের পাশাপাশি নারীদের ইজ্জতও লুঠ হচ্ছে। তার কথায় আনিস খানকে খুন করেও এদের শান্তি নেই। বাংলা থেকে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। আর কয়েক দিনের অপেক্ষা মাত্র। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পল ছাড়াও হাজির ছিলেন, বিজেপির রাজ্য কমিটির সদস্যা ডঃ অর্চনা মজুমদার, জেলা মোহিলা মোর্চার সভানেত্রী ইন্দ্রানী চক্রবর্তী সাহা,যুব মোর্চা নেতা জয় সাহা সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। গ্রেফতারের দাবিতে