ইতিহাসে ঘটে যাওয়া আজকের উল্লেখ যোগ্য ঘটনা

ইতিহাসে ঘটে যাওয়া আজকের উল্লেখ যোগ্য ঘটনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ইতিহাসে ঘটে যাওয়া আজকের উল্লেখ যোগ্য ঘটনা । আজ ১১ মে ২০২২, বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

৩৩০ – কনস্তানতিপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।

৯১২ – আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।

১৭৪৫ – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়।

১৮৫৭ – সিপাহী বিদ্রোহ: সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়।

১৮৬৭ – লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।

১৯৩৫ – জার্মানীর বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মত পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

১৯৪০ – জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য বৃটিশ ও ফরাসী সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।

১৯৪৯ – ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।

১৯৯৪ – ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।

১৯৯৭ – দাবাখেলুড়ে কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে।

১৯৯৮ – ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।

২০১৬ – বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

জন্ম:

১৮৫৪ – জ্যাক ব্ল্যাকহাম, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯০৪ – সালভাদর দালি, খ্যাতিমান স্পেনীয় চিত্রকর।

১৯১৬ – চিত্রশিল্পী নিরদ মজুমদারের জন্ম।

১৯১৬ – নোবেলজয়ী (১৯৮৯) স্পেনীয় ঔপন্যাসিক ক্যামিলো হোসে সেলোর জন্ম।

১৯১৮ – রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৩০ – এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।

আরও পড়ুন – হিমাচল প্রদেশে বিজেপির মেগা ইভেন্টে রাহুল দ্রাবীর! দলে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা!

মৃত্যু:

১৯১৫ – শহীদ বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বীর বিপ্লবী।

১৯৮১ – বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক ও গীতিকার।

২০০৪ – আল্ফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ১১ মে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top