দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল চত্বরে চালু হল মা ক্যান্টিন। বালুরঘাট পৌরসভার ব্যবস্থাপনায় দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল চত্বরে চালু হলো মা ক্যান্টিন। মাত্র ৫ টাকায় ভরপেট খাবার। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মা ক্যান্টিনের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।
উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বালুরঘাট পৌরসভার কাউন্সিলারগণ। উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলার ২টি মহকুমা, ৮টি ব্লকের মানুষরা দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে থাকেন। ফলে চিকিৎসারত রুগীর দেখাশোনা করার জন্য জেলা হাসপাতাল চত্বরে রুগীর আত্মীয় পরিজনদের ভীড় লেগেই থাকে।
যাদের অনেককেই হাসপাতাল চত্বরের বাইরে থাকা খাবার কিনে খেতে বাধ্য হন তো আবার কখনো কখনো জেলা হাসপাতালে চত্বরের বাইরে থাকা খাবারের দোকান বন্ধ থাকলে রুগীর আত্মীয় পরিজনদের অনেক সময় অভুক্ত পেটেই থাকতে হত। কিন্তু বালুরঘাট হাসপাতাল চত্বরে মা ক্যান্টিন চালু হওয়ার কারনে এবার থেকে জেলা হাসপাতালে চিকিৎসারত রুগীর আত্মীয় পরিজনরা মা ক্যান্টিন থেকেই মাত্র ৫ টাকার বিনিময়ে ভরপেট খাবার পাবে।
আরও পড়ুন – কুলিকের ছবিতে সাজবে রায়গঞ্জ রেলস্টেশন
এদিন মা ক্যান্টিন উদ্বোধনের পর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রুগীর আত্মীয় পরিজনদের নিজে হাতে খাবার পরিবেশন করেন মন্ত্রী বিপ্লব মিত্র এবং বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। জানা গেছে জেলা হাসপাতালে চালু হওয়া এই মা ক্যান্টিনের মেনুতে থাকছে ভাত, ডাল, তরকারি, ডিম, চাটনি। এও জানা গেছে ভর্তুকি দিয়ে ধারাবাহিকভাবে চালু থাকবে এই ক্যান্টিন। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন আমাদের খাবারের মান যথেষ্ট ভাল, ৫ টাকার মধ্যে বাইরে কোথাও এমন খাবার পাওয়া যাবে না। তিনি বলেন আমাদের সরকার যে গরিব মানুষদের জন্য কাজ করছে মা ক্যান্টিন তার উদাহরণ। চালু হল